Suvendu Adhikari Convoy : রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) কনভয়ের পিছু নিতে গিয়ে বিপাকে পড়েছিলেন সন্দেহভাজন দুই যুবক। কেন তাঁরা কনভয় ফলো করছিলেন জানাল পুলিশ।
হাইলাইটস
- শুভেন্দু অধিকারীর কনভয়ের পিছু নিতে গিয়ে বিপাকে পড়েছিলেন সন্দেহভাজন দুই যুবক
- শান্তিকুঞ্জের সামনে থেকে তাঁদের আটক করে নিয়ে যায় পুলিশ
- জানা গিয়েছে, মানসিক ভারসাম্যহীন এক যুবক শুভেন্দুর কনভয় ফলো করছিলেন
ঠিক কী হয়েছিল?
জানা গিয়েছে, বৃহস্পতিবার শুভেন্দুর কনভয়ের পিছু নিয়েছিল দুই যুবক। পিছু করতে করতে শুভেন্দুর বাড়ির কাছে গিয়ে পৌঁছে ছিল তারা। এরপর শুভেন্দুর বাড়ি কাছে গিয়ে দাঁড়ায় তাঁর কনভয়। আর ঠিক সেই সময় তাঁর কনভয়ের পিছু পিছু গিয়ে দাঁড়ায় একটি বাইক ও একটি গাড়ি। তখনই সিআরপিএফ জওয়ানরা তাদের আটকায়। তাদের জিজ্ঞাসাবাদে দুই যুবক কোন উত্তর দিতে না পারায় কাঁথি থানায় খবর দেওয়া হয়। এরপরই পুলিশ গিয়ে তাদের আটক করে। যদিও সেই সময় পুলিশের কাছে ওই দুই যুবকের সম্পর্কে কোনও তথ্যই ছিল না। কী কারণে তাঁরা শুভেন্দুর কনভয় ফলো করছিলেন তা জিজ্ঞাসাবাদ করে দেখছিলেন তদন্তকারীরা। আর তদন্তেই উঠে আসে যে কী কারণে তাঁরা কনভয় ভলো করছিলেন।
কী কারণে কনভয় ফলো?
কাঁথি পুলিশ সূত্রে জানা গিয়েছে, যে দুই যুবককে আটক করা হয়েছিল তাঁদের মধ্যে একজন মানসিভ ভারসাম্যহীন। গাড়ি নিয়ে কোনও ভাবে তিনি ওই এলাকায় পৌঁছে গিয়েছিলেন। তাঁর বাড়ি হলদিয়ায়। পরে তাঁর বাড়িতে খবর দেওয়া হলে তাঁর বাবা তাঁকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে যান। এই মুহূর্তে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। আর অন্য যে যুবককে আটক করা হয়েছিল, তিনি আসলে ভিড় দেখে ওই এলাকায় গাড়ি নিয়ে পৌঁছে গিয়েছিলেন। আসলে সেখানে কী হচ্ছিল তা দেখতে কৌতুহল বশত সেখানে পৌঁছে গিয়েছিলেন তিনি। সঠিক প্রমাণ দেওয়ার পর তাঁকে থানা থেকে ছেড়ে দেওয়া হয় বলে পুলিশের তরফে জানা হয়েছে।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ