Chinsurah Lok Adalat : লোক আদালতের (Chinsurah Lok Adalat) বিচারক রূপান্তরকামী (Transgender Judge) সমাজ কর্মী। বহু লড়াই শেষে আজ সফল অত্রি কর। অবশেষে নিন্দুকদের মুখে সপাট জবাব দিয়েছেন তিনি।

হাইলাইটস
- লোক আদালতের বিচারক রূপান্তরকামী সমাজ কর্মী
- তাঁর লড়াই এবং সামাজিক কাজের জন্য অত্রি করকে লোক আদালতের বিচারকের সম্মান দেওয়া হয়
- সমাজসেবা মূলক কাজকর্মের সঙ্গে জড়িত অত্রি একজন স্কুল শিক্ষকও
আজ চুঁচুড়ায় হুগলি জেলা জজ কোর্টে লোক আদালত বসে।পাঁচটি বেঞ্চে সারে ছয় হাজার মামলার নিস্পত্তি হবে।ফৌজদারী,চেক বাউন্স,গাড়ি দূর্ঘটনা,শ্রম বিবাদ,বিদ্যুৎ বিল,বৈবহিক মামলা,ভূমি অধিগ্রহন,রাজস্ব আদায় অন্যান্য নাগরিক বিষয়ক মামলার নিষ্পত্তি হবে।বেঞ্চে বিচারক হিসাবে ,হাইকোর্টের বিচারক,আইনজীবী,সমাজ কর্মিরা।
অত্রি বলেন,২০১৪ সালে সুপ্রিম কোর্টের রায়ের পরেও তৃতীয় লিঙ্গের মানুষদের সামনে আনার প্রচেষ্টা করা হয়নি।সেই জায়গা থেকে স্টেট ও ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি যেটা করছেন সেটা অবশ্যই সাধুবাদ যোগ্য।এর আগেও একবার হয়েছে বিচারক দীপঙ্কর দত্ত আমাকে সম্মান পুরস্কার দিয়েছেন।এগুলো ভালো লাগে যারা একদিন আমাদের বিচার করেছেন তারাই আমাদের ডেকেছেন আমাদের পাশে বসছেন সম্মান দিচ্ছেন এটা আমাদের কাছে সম্মানের।আমার কাজ সাধারনত সমাজ সেবা করি কিন্তু এরকম হয়নি।জাজমেন্ট তো আমরা সারা জীবনই করি।আর লোকজন হয়ত আমাদের সম্বন্ধে বেশি জাজমেন্টাল।আজ মেন্টাল টা বাদ দিয়ে শুধু জাজ করব।আমি নিজে একটি স্বেচ্ছাসেবী সংগঠন চালাই।সেই কাজে ডিস্ট্রিক্ট ও স্টেট লিগ্যাল সার্ভিস অথরিটি আমাকে প্রচুর সাহায্য করে।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ
