Udayan Guha: ‘…কেউ টাকা চাইলে জানাবেন, তাঁকে জেলের ভাত খাওয়াব’, মন্তব্য উদয়ন গুহের – udayan guha tmc minister again alert on corruption from rally at cooch behar dinhata


দুর্নীতিতে জড়ালেই সমূহ বিপদ, আবারও হুঁশিয়ারি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের (Udayan Guha)। বিরোধীদেরই নয়, দলীয় কর্মীদেরও দুর্নীতি নিয়ে সাবধান করলেন উদয়ন গুহ (North Bengal Development Minister)। রবিবার রাতে দিনহাটা ২ ব্লকের কিশামতদশ গ্রামের এক তৃণমূলের কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ বলেন, “কেউ যদি কোন ঘর দেওয়ার নামে, কিংবা কোন প্রকল্পের সুবিধার দেওয়ার বদলে আপনাদের কাছে টাকা চায়, আপনি ফোন করে আমাকে জানাবেন। তাকে জেলের ভাত খাওয়ানোর বন্দোবস্ত করব।”

পঞ্চায়েত ভোটের (Panchayat Election) আগে সরগরম রাজ্য রাজনীতি। উত্তরবঙ্গে নিয়মিত শিরোনামে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। শুধু বিজেপির সহ বিরোধীদের উদ্দেশেই তোপ ডাকছেন না নিজের দলের কর্মীদেরও কড়াভাবে সতর্ক করেছেন এই তৃণমূল নেতা। এদিন তিনি বলেন,”গোটা দিনহাটায় লাখ লাখ লোক বাস করে। একটা লোকও খুঁজে পাবেন না যে বলবে চাকরি দেওয়ার নামে উদয়ন গুহ টাকা নিয়েছে।”

Udayan Guha: ‘গাড়ি রাস্তার সঙ্গে মিশে গেলে আমাদের দোষ দিতে পারবেন না’, এবার দলীয় কর্মীদের হুঁশিয়ারি উদয়নের

এখানেই শেষ নয়, তিনি বলেছেন, ”সকালবেলা অনেকেই আমার বাড়িতে আসে। অনেকেই আমার কাছে অভিযোগ করে চাকরি দেওয়ার নামে, ঘর দেওয়ার নামে বিভিন্ন প্রকল্পের সুবিধা দেওয়ার নাম করে, অমুক নেতা টাকা নিয়েছে। আমি তাদের কাছেও জানতে চাই কেন তাদের টাকা দিয়েছেন? যাদের নামে বলছেন তাদের কি ক্ষমতা আছে চাকরি দেওয়ার? যারা টাকা নিয়েছে তাদের নামে থানায় অভিযোগ করুন। অথবা তার বাড়ির সামনে ধরনায় বসুন।”

একইসঙ্গে উত্তরবঙ্গ বিভাজন নিয়েও সরব হন উদয়ন। বলেন, ”একবার বাংলা ভাগ হয়েছে। ওই বাংলা ভাগের ফলে সর্বনাশ হয়েছে। নতুন করে সুড়সুড়ি দিয়ে উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করতে চাইছে বিজেপি। আবার রাজ্যে ভাগ হলে সর্বনাশ হবে। তাই রক্ত দিয়ে এই বাংলা ভাগ রুখতে হবে।”

Udayan Guha:’…বিচুটি পাতা ঘষে দেওয়া হবে’, বিজেপিকে হুঁশিয়ারি উদয়ন গুহের

উল্লেখ্য, কাটমানি নিয়ে শাসকদলকে বরাবর নিশানা করে আসছে বিরোধীরা। সেই প্রসঙ্গেই হুঁশিয়ারি উদয়ন গুহের। এর আগে স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সতর্ক করেন প্রকল্পের নামে টাকা চাওয়া নিয়ে। দলীয় নেতা-কর্মীদের হুঁশিয়ারি দেন দুর্নীতিতে নাম জড়ালেই কড়া পদক্ষেপ নেবে দল।

Udayan Guha : বিচুটি পাতার পর বাঁশডলা! BJP-কে হুঁশিয়ারি উদয়ন গুহর

সম্প্রতি উদয়নের উত্তপ্ত মন্তব্যে সরগরম উত্তরবঙ্গ। শনিবার দিনহাটার নয়ারহাটে তৃণমূলের (TMC) এক সভায় বক্তব্য রাখতে গিয়ে উদয়ন বলেন, বিজেপির পাশাপাশি দলীয় কর্মীদের একাংশের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেন,” আমরা নজরদারি চালাচ্ছি। ভেটাগুড়িতে যারা যাচ্ছেন ভালো কথা যান। কিন্তু ফেরার সময় যদি গাড়ি রাস্তার সঙ্গে মিশে যায় তাহলে আমাদের দোষ দিতে পারবেন না।” প্রসঙ্গত, এই ভেটাগুড়িতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) বাড়ি। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর কথা অনুসারে, দলের অনেকেই দুই নৌকায় পা রেখে চলতে চাইছেন। টিকিট না পেলে গেরুয়া শিবিরের রাস্তা খোলা রাখতে অনেকেই তলায় তলায় নিশীথের সঙ্গে যোগাযোগ করছেন। সেই বিষয়েই তিনি বিজেপি সংস্পর্শ ত্যাগ করতে সতর্ক করেন।

পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *