Aindrila Sharma: ঐন্দ্রিলার জন্য প্রার্থনাই একমাত্র ভরসা সব্যসাচীর – actor sabyasachi chowdhury request everyone to pray for miracle for aindrila sharma


poulomi.nath | EiSamay.Com | Updated: 15 Nov 2022, 12:42 pm

Embed

হঠাৎ অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার অসুস্থতার খবর নাড়িয়ে দিয়েছিল সকলকে। তাঁর অসুস্থতার খবর সামনে আসার পর থেকেই উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁর ভক্তরাও। সোশ্যাল মিডিয়ায় তাঁর সুস্থতা কামনায় একের পর এক পোস্ট সামনে উঠে আসে। সোমবার সব্য়সাচীর চৌধুরীর একটি পোস্ট ঘিরে ফের চিন্তিত ঐন্দ্রিলার সতীর্থরা। সোমবার সন্ধ্যায় অলৌকিক কিছু চেয়ে সব্যসাচী লেখেন, ‘কোনওদিন এটা এখানে লিখবো ভাবিনি, আজ লিখলাম। ঐন্দ্রিলার জন্য মন থেকে প্রার্থনা করুন।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *