Guddi: গুড্ডিতে আসছে নতুন টুইস্ট – a new twist coming soon on bengali serial guddi


পড়াশোনায় ব্রিলিয়ান্ট গুড্ডি’র (Guddi) সংসার ছাড়াও আইপিএস হওয়ার স্বপ্ন চিরকালের। সেক্ষেত্রে অনুজ ছিল তার জীবনের আইডিয়াল। তবে বিয়ের পর গুড্ডি সঙ্গে দূরত্ব এবং শিরিনের সঙ্গে ঘনিষ্টতা বেড়েই চলেছিল অনুজের। গুড্ডিও সেটা বুঝতে পেরে বিনা বিরোধীতায় সংসার ছেড়ে চলে যায়। শিরিন এবং অনুজ আবারও একসঙ্গে সংসার করার পরিকল্পনা করতে থাকে। কিন্তু কাহানি মেয়ে টুইস্ট অভি বাকি হে। গুড্ডির দর্শকেরা তার পরের গল্পটা যদিও জানেন, গুড্ডি অনুজের অভ্যাস এবং ভালোবাসা দুই হয়ে দাঁড়িয়েছে তা বুঝতে পারে অনুজ। সে বারবারই গুড্ডির কাছে ফিরে যেতে চায়। কিন্তু গুড্ডি তাকে স্বীকার করে না। গুড্ডিও বারবারই প্রত্যাখ্যান করে তার স্যারজি অনুজ কে। আর সেই প্রত্যাখ্যান সহ্য করতে না পেরে গুড্ডি ডেকে আবারও আক্রমণ করতে থাকে অনুজকে। নায়কের চরিত্রের এই দুই নৌকায় পা দিয়ে চলা কিছুতেই মেনে নিতে পারছেন না গুড্ডির দর্শকেরা। তবে ধারাবাহিকে আসতে চলেছে নতুন টুইস্ট। আইপিএস অফিসার অনুজের প্রাণ সংশয়ে, আর সেখানেই তার রক্ষা কবজ হয়ে দাঁড়াবে, গুড্ডি। আগামী দিনে দেখা যাবে ধারাবাহিকের এই চমক। এই নতুন ট্র্যাক দর্শকদের মন জয় করতে পারে কিনা সেটাই এখন দেখার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *