Mamata Banerjee : ‘আমরাও বন্ধ করে দিতে পারি…’, কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে হুঁশিয়ারি মমতার – mamata banerjee talks about gst targets central government from jhargram


বিরসা মুন্ডার (Birsa Munda) জন্মজয়ন্তী উপলক্ষ্যে ঝাড়গ্রাম সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ফের একবার ১০০ দিনের কাজ বাবদ রাজ্যের প্রাপ্য অর্থ প্রসঙ্গে কেন্দ্রকে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “১০০ দিনের কাজে সমস্যা হচ্ছে। কেন্দ্র আমাদের টাকা দিচ্ছে না। রাজ্য থেকে GST নিয়ে যাচ্ছে। কিন্তু, রাজ্যকে প্রাপ্য দেওয়া হচ্ছে না। রাজ্যকে কি এবার পায়ে ধরতে হবে! ১০০ দিনের টাকা ফিরিয়ে দাও, না হলে গদি ছেড়ে দাও।” ১০০ দিনের কাজের টাকা পাচ্ছে না রাজ্য, কেন্দ্র প্রাপ্য থেকে বঞ্চিত করছে, এই অভিযোগ আগেও তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফের একবার এই ইস্যুতে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Birsa Munda : বিরসা মুন্ডার সঙ্গে মুখের মিল নেই! মুখ্যমন্ত্রীর উদ্বোধনের আগে ফের মূর্তি বিতর্ক বাঁকুড়ায়
তিনি এদিন বলেন, “ব্রিটিশ সাম্রাজের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছিলেন বিরসা মুণ্ডা। নিজেদের অধিকারিক পাওয়ার জন্য লড়তে হয়। আমাকে বলছে সব টাকা বন্ধ করে দেবে। আমরাও তো বন্ধ করে দিতে পারি। কেন তোমাকে GST-র ট্যাক্স দেবে লোকেরা! ট্যাক্স তুলে নিয়ে যাচ্ছে এক তরফা আর মানুষের টাকা দিচ্ছে না। কেন দিচ্ছে না! মানুষের জন্য দেশ, নেতার জন্য নয়।” মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, ২৬টি প্রকল্পের শিলান্যাস হয়েছে। বিরসা মুণ্ডার জন্মজয়ন্তী উপলক্ষ্যে রাজ্যের। হাজার আদিবাসী বন্ধুদের ধামসা মাদল দেওয়া হচ্ছে। আদিবাসী ছেলে-মেয়েরা যাতে আগামী দিনে ইঞ্জিনিয়র হয়, ডাক্তার হয়, সমাজে প্রতিষ্ঠিত হয়, এমনটাই চাইছি।”

Mamata Banerjee : বিরসা মুন্ডার জন্মদিনে ঝাড়গ্রামে মমতা, পঞ্চায়েত ভোটের আগে ‘উপহার পেতে’ মুখিয়ে জঙ্গলমহল
বিধবা ভাতা পেলেও পাওয়া যাবে লক্ষ্মীর ভাণ্ডার
কিছুদিন আগেই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদন পায়। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে SC-ST মহিলাদদের মাসে হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয়। এদিকে বিধবা ভাতার উপভোক্তারা মাসে হাজার টাকা পেয়ে থাকেন। বিধবা ভাতা পাওয়ার ক্ষেত্রে হাজার টাকা পেলেও এবার আবেদন করা যাবে লক্ষ্ণীর ভাণ্ডারের জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন,দুয়ারে সরকারের ক্যাম্প থেকে আবেদন করা সম্ভব হবে।

Lakshmir Bhanda : লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকরাও আবেদন করতে পারবেন বিধবা ভাতার জন্য, ‘মমতাময়ী’ সিদ্ধান্ত নবান্নের
তৃণমূল সরকারের আমলে জঙ্গলমহলের প্রভূত উন্নতি হয়েছে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে কেন্দ্র রাজ্যকে প্রাপ্য অর্থ থেকে বঞ্চিত রাখছে ফের এই অভিযোগে সরব হয়েছেন তিনি। বাংলার বাড়ি, ১০০ দিনের কাজে রাজ্যের প্রাপ্য অর্থ দেওয়া হচ্ছে না, এদিন এমনটাই দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *