তিনি এদিন বলেন, “ব্রিটিশ সাম্রাজের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছিলেন বিরসা মুণ্ডা। নিজেদের অধিকারিক পাওয়ার জন্য লড়তে হয়। আমাকে বলছে সব টাকা বন্ধ করে দেবে। আমরাও তো বন্ধ করে দিতে পারি। কেন তোমাকে GST-র ট্যাক্স দেবে লোকেরা! ট্যাক্স তুলে নিয়ে যাচ্ছে এক তরফা আর মানুষের টাকা দিচ্ছে না। কেন দিচ্ছে না! মানুষের জন্য দেশ, নেতার জন্য নয়।” মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, ২৬টি প্রকল্পের শিলান্যাস হয়েছে। বিরসা মুণ্ডার জন্মজয়ন্তী উপলক্ষ্যে রাজ্যের। হাজার আদিবাসী বন্ধুদের ধামসা মাদল দেওয়া হচ্ছে। আদিবাসী ছেলে-মেয়েরা যাতে আগামী দিনে ইঞ্জিনিয়র হয়, ডাক্তার হয়, সমাজে প্রতিষ্ঠিত হয়, এমনটাই চাইছি।”
বিধবা ভাতা পেলেও পাওয়া যাবে লক্ষ্মীর ভাণ্ডার
কিছুদিন আগেই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদন পায়। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে SC-ST মহিলাদদের মাসে হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয়। এদিকে বিধবা ভাতার উপভোক্তারা মাসে হাজার টাকা পেয়ে থাকেন। বিধবা ভাতা পাওয়ার ক্ষেত্রে হাজার টাকা পেলেও এবার আবেদন করা যাবে লক্ষ্ণীর ভাণ্ডারের জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন,দুয়ারে সরকারের ক্যাম্প থেকে আবেদন করা সম্ভব হবে।
তৃণমূল সরকারের আমলে জঙ্গলমহলের প্রভূত উন্নতি হয়েছে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে কেন্দ্র রাজ্যকে প্রাপ্য অর্থ থেকে বঞ্চিত রাখছে ফের এই অভিযোগে সরব হয়েছেন তিনি। বাংলার বাড়ি, ১০০ দিনের কাজে রাজ্যের প্রাপ্য অর্থ দেওয়া হচ্ছে না, এদিন এমনটাই দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে।
