Panskura Election : পাঁশকুড়া সমবায় নির্বাচনে তুমুল অশান্তি! ফলাফলে স্বস্তিতে TMC, দ্বিতীয় স্থানে কারা? – tmc wins in 43 seats of co operative society election in panskura


Panskura Co Operative Election : পাঁশকুড়া (Panskura) আরও একটি সমবায় নির্বাচনে ফের জয় তৃণমূলের (TMC)। এই নির্বাচনের ফল ঘোষণার পর দেখা যায় BJP রয়েছে দ্বিতীয় স্থানে। আর সিপিএম তৃতীয় স্থানে।

 

election
সমবায় নির্বাচনে তৃণমূলের জয়জয়কার

হাইলাইটস

  • পাঁশকুড়ার আরও একটি সমবায় নির্বাচনে ফের জয় তৃণমূলের
  • নির্বাচনের গণনা চলাকালীন উত্তেজনা ছড়িয়ে পড়েছিল কেন্দ্রের বাইরে
  • এই সমবায়ের মোট আসনের মধ্যে 43টিতে জয়ী তৃণমূল কংগ্রেস
West Bengal News : পাঁশকুড়া (Panskura) আরও একটি সমবায় নির্বাচনে ফের জয় তৃণমূলের (TMC)। এই কেন্দ্রে দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি (BJP)। আর তৃতীয় স্থানে সিপিএম (CPIM)। পাঁশকুড়া ব্লকের হাউরে দশাং সমবায় সমিতির নির্বাচন (Co Operative Election) ঘিরে দিনভর উত্তেজনা ছিল একেবারে তুঙ্গে। গণনা চলাকালীন কেন্দ্রের বাইরে স্লোগান দিতে দেখা যায় বিজেপি ও তৃণমূলকে। আর ঠিক সেই সময় সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই দল। তবে শত ঝামেলার মধ্যেও জয়জয়কার তৃণমূলের। এই সমবায়ের মোট আসনের মধ্যে ৫১টিতে প্রার্থী দিয়েছিল তৃণমূল। তার মধ্যে ৪৩টি আসনে জেতে তারা। Haldia TMC : পঞ্চায়েত ভোটের আগে বড় সাফল্য! পাঁশকুড়ায় সমবায় নির্বাচনে জয়জয়কার TMC-র
সমবায় নির্বাচনে ঝামেলা
পাঁশকুড়া ব্লকের হাউরের দশাং সমবায় সমিতির ভোটের মোট আসন সংখ্যা ৫২টি। তার মধ্যে তৃণমূল কংগ্রেস প্রার্থী দিয়েছিল ৫১টি আসনে। বিজেপি প্রার্থী দিয়েছিল ৪৮ টিতে। সিপিআইএম প্রার্থী দিয়েছিল ৪০টিতে। এদিন ভোট গণনার সময় বিজেপি ও সিপিএম দুই পক্ষেরই উত্তেজনা ছিল একেবারে তুঙ্গে। ভোট গণনা কেন্দ্রের সামনে বিজেপি এবং তৃণমূল কর্মী সমর্থকদের স্লোগান দিতে দেখা যায়। আর ঠিক সেই সময়ই দুই দলের মধ্যে সংঘর্ষ বেধে যায়। তবে কিছুক্ষণের মধ্যেই স্বাভাবিক হয়ে যায় পরিস্থিতি। Purba Medinipur News : পূর্ব মেদিনীপুরের আরও একটি সমবায়ে জয় পেল তৃণমূল, দ্বিতীয় স্থানে CPIM
সমবায় নির্বাচনে তৃণমূলের জয়
গতবারে দশাং সমবায় সমিতির নির্বাচনে সমিতির দখল নিয়েছিল তৃণমূল। কিন্তু, লোকসভা এবং বিধানসভা ভোটে গোটা অঞ্চলে বিজেপি প্রতিটি বুথে তৃণমূলকে পরাস্ত করে। তার ফলে বিজেপি এগিয়ে গিয়েছিল। আর এবার ফের সেখানে জয়জয়কার তৃণমূলের। ৫১টির মধ্যে ৪৩টি আসনে জেতে তৃণমূল। অন্যদিকে বিজেপি ৬টি আসনে ও সিপিএম ২টি আসনে জিতেছে। এছাড়া একটি আসন নিজেদের দখলে রাখতে পেরেছে নির্দল প্রার্থী। West Bengal News: বিরোধী শূন্য হল ভদ্রেশ্বর পুরসভা, বিজেপি ও নির্দল কাউন্সিলরের তৃণমূলে যোগদান
এদিকে কয়েকদিন আগে পাঁশকুড়ার রাতুলিয়া সমবায় সমিতির নির্বাচনে সবক’টি আসনে জয় পেয়েছিল তৃণমূলের। সেখানে মোট নটি আসন ছিল। তার মধ্যে তৃণমূল ও সিপিএম সব আসনে প্রার্থী দিতে পারলেও বিজেপি সব আসনে প্রার্থী দিতে পারেনি। ছয়টি আসনে প্রার্থী দিয়েছিল বিজেপি। শেষ পর্যন্ত সব আসনেই জয়ী হয় তৃণমূল। আর দ্বিতীয় স্থানে ছিল সিপিএম এবং তৃতীয় স্থানে বিজেপি। তবে এবার নির্বাচনে সিপিএমকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছে গেরুয়া বাহিনী। প্রসঙ্গত, কিছুদিন আগেই নন্দকুমারে বাম-বিজেপি আঁতাতের তত্ত্ব উসকে দিয়েছিলেন তৃণমূল নেতারা। সেখানে তৃণমূলকে ঠেকাতে সমবায় বাঁচাও কমিটি নামে যৌথ মঞ্চ তৈরি করে লড়াইয়ে নেমেছিল বিরোধী পক্ষ। আর সেই ভোটে সবকটি আসনেই জয়ী হয়েছিল ওই কমিটির প্রার্থীরা।

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *