Primary TET: বাড়ল প্রাথমিক টেট-এ আবেদনের সময়সীমা, কারা পাবেন সুযোগ স্পষ্ট নয়া বিজ্ঞপ্তিতে – primary tet application last date extended by west bengal board of education


Primary TET পরীক্ষায় আবেদনের সময়সীমা বাড়ানো হল। সোমবারই আদালতে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal Board of Education) জানিয়েছিল, ২০১৪ সালের টেট-এর (Primary TET 2014) সংরক্ষিত বিভাগের ৮২ নম্বর পাওয়া প্রার্থীদের জন্য সময়সীমা তো অবশ্যই বাড়বে, তবে বাকি প্রার্থীরা সে সুযোগ পাবেন কিনা তা পরে স্পষ্ট জানিয়ে দেওয়া হবে। সেই ঘোষণা মতোই নয়া বিজ্ঞপ্তিতে প্রকাশ করে প্রাথমিক টেট-এ (Primary TET) আবেদনের বর্ধিত সময়সীমা প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal Board of Education) ।

Primary TET: এবার ২০১৪ সালের টেট নম্বর ঘোষণা পর্ষদের, কোর্টের নির্দেশে মেধাতালিকায় কয়েক হাজার নতুন প্রার্থী

নয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৪ নভেম্বর নয় টেট-এ (Primary TET 2022) আবেদনের সময়সীমা বেড়ে দাঁড়াল ২১ নভেম্বর (21 November 2022)। আবেদনের সময় বাড়ল আরও সাত দিন। পর্ষদ সচিব রত্না চক্রবর্তী বাগচি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) একাধিক মামলার শুনানির জন্য অনলাইনে নিয়োগ আবেদনের সময়সীমা ২১ নভেম্বর রাত ১২টা পর্যন্ত বাড়ানো হল। ৮২ নম্বর পেয়ে যে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা (Reserved List Candidate) টেট তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন তারা ২১ নভেম্বর রাত ১২টা পর্যন্ত আপিল করতে পারবেন। শুধু তারাই নয়, বাকি প্রার্থীরাও ২১ তারিখ রাত ১২ পর্যন্ত।

Primary TET: টেট পাশ চাকরিপ্রার্থী দিলীপ ঘোষের হদিশ, চর্চায় বারুইপুরের মাস্টারমশাই

প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে খবর, ২০১৪ সালে পরীক্ষা (2014 TET Applicant) দিয়েছিলেন ১২ লাখ পড়ুয়া। পাশ করেন ১ লাখ ২৪ হাজার ৯৫২ জন। পরে কোর্টের নির্দেশ মতো সংরক্ষিত বিভাগের প্রার্থীদের ৮২ নম্বর পেলেই টেট পাশ বলে মান্যতা দিয়ে তালিকায় অন্তর্ভুক্ত করে। পর্ষদ সভাপতি জানান, ২০১৪ সালের প্রাথমিক টেট-এর চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত হন এই নতুন প্রার্থীদের জন্য সোমবারই আবেদনের সময়সীমা বাড়িয়ে দিয়েছিল আদালত। নয়া বিজ্ঞপ্তিতে অনুযায়ী সাধারণ প্রার্থী যারা এখনও আবেদন করেননি তারাও আবেদন করতে পারবেন।

Mamata Banerjee : টেট পাশের তালিকায় মমতা বন্দ্যোপাধ্যায়! তুঙ্গে বিতর্ক
পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *