Rakesh Sharma: রাকেশ শর্মার স্মরণ সভায় বচ্চন পরিবার – jaya bachchan abhishek bachchan shabana azmi many celebs at filmmaker rakesh kumar prayer meet


poulomi.nath | EiSamay.Com | Updated: 15 Nov 2022, 12:32 pm

Embed

১০ নভেম্বর মুম্বইয়ে প্রয়াত হন রাকেশ শর্মা (Rakesh Sharma)। সত্তর ও আশির দশকে বহু হিট ছবি সিনে প্রেমীদের উপহার দিয়েছেন তিনি। অমিতাভ বচ্চনের ‘ইয়ারানা’, ‘মিস্টার নটবরলাল’-এর মতো ছবির পরিচালক ছিলেন রাকেশ। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৮১। বেশ কয়েক বছর ধরেই ক্যানসারে ভুগছিলেন এই পরিচালক। আগামী ১৩ নভেম্বর পরিচালকের উদ্দেশে এক প্রার্থনাসভার আয়োজন করেন তাঁর পরিবারের সদস্যরা। দীর্ঘ দিনের বন্ধু রাকেশের প্রয়াণে শোক প্রকাশ করেন অমিতাভ বচ্চন। এদিন স্মরণ সভায় উপস্থিত ছিল বচ্চন পরিবার। স্মরণ সভায় বিগ বি-কে দেখা না গেলেও উপস্থিত ছিলেন জয়া বচ্চন এবং অভিষেক বচ্চন। দেখা গিয়েছে শাবানা আজমিকেও। তবে এছাড়াও বহু বলি তারকাকেই দেখা গিয়েছে সেখানে। প্রবীণ পরিচালকের প্রয়াণে শোকের ছায়া পড়ে বলিউডে। রাকেশকে হারিয়ে বিগ বি লেখেন “রাকেশ, তুমি নিজের কাহিনি বলার মধ্যে দিয়েই আমাদের পরিচয় দিয়েছ। তোমার আইডিয়াগুলো অসাধারণ। রাকেশ… তোমাকে আমরা কোনওদিন ভুলতে পারব না।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *