Ranbir Kapoor: কন্যা আর আলিয়াকে রেখে কোথায় চললেন রণবীর – ranbir kapoor back to on location shoot in the city


poulomi.nath | EiSamay.Com | Updated: 15 Nov 2022, 8:02 pm

Embed

আলিয়াকে নিয়ে কদিন ধরেই ভিষণ ব্যস্ত ছিলেন রণবীর কাপুর (Ranbir Kapoor)। স্ত্রীকে সঙ্গে নিয়ে ৬ নভেম্বর হাসপাতালে পৌঁছতে দেখা গিয়েছিল রণবীরকে। সেই দিনই মা হন আলিয়ে। তারপরে মেয়েকে কোলে নিয়ে বাড়িতেও ফিরতে দেখা যায় রণবীরকে। মেয়েকে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে ওঠেন রণবীর। তবে এবার রণবীরের কাজে ফেরার পালা। কন্যাকে নিয়ে এখন ব্য়স্ত আলিয়া। স্ত্রী-কন্যাকে বাড়িতে রেখেই শ্যুটিং লোকেশনে পৌঁছিয়ে গিয়েছিলেন রণবীর। ফের কাজে ব্য়স্ত হয়ে পড়লেন রণবীর। এদিন শ্যুটিং লোকেশনে দেখা গিয়েছে রণবীরকে। তবে আপাতত শহরেই শ্যুটিং চলছে রণবীরের আর সেই ছবি ধরা পড়েছে আমাদের ক্য়ামেরায়। এদিন বেশ খোশ মেজাজেই দেখা গিয়েছে রণবীরকে। গাড়ি থেকেই চিত্র সাংবাদিকদের দেখে হাত নাড়াতে দেখা যায় তাঁকে। চলুন এক নজরে দেখেনি সেই ভিডিয়ো। অন্য়দিকে, আগামী বছরই আসতে চলেছে রণবীর কাপুর অভিনীত ছবি লাভ রঞ্জন। ছবিতে রণবীরের সঙ্গে দেখা যাবে শ্রদ্ধা কাপুরকে। এছাড়াও আগামী বছরের ব্রহ্মাস্ত্র ২ আসারও কথা রয়েছে। যেখানে আবারও রণলিয়াকে জুটিকে দেখা যাবে। তবে আপাতত পরিবার আর কাজ নিয়েই ব্যস্ত আছেন রণবীর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *