মঙ্গলবার সিঙ্গুর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শুভেন্দুর বিরুদ্ধে সিঙ্গুরের থানা (Singur Police Station) অভিযোগ দায়ের করেন সিঙ্গুরের (Singur) রতনপুরের দুই ব্যক্তি প্রকাশ কিসকু ও রমেশ মান্ডি। এদিন সিঙ্গুর থানার সামনে বিভিন্ন পোস্টার গলায় ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। পাশাপাশি শুভেন্দু অধিকারী মানসিকভাবে অসুস্থ বলেও দাবি করে তাঁর সুস্থতা কামনা করে সিঙ্গুর উপডাকঘর থেকে একাধিক চিঠি পাঠালেন তৃণমূল ছাত্র পরিষদ সংগঠনের সিঙ্গুর ব্লকের ছাত্ররা।
উল্লেখ্য, রাজ্যের মন্ত্রী অখিল গিরি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে (Draupadi Murmu) নিয়ে কুরুচিকর মন্তব্য সংক্রান্ত একটি ভিডিয়ো ভাইরাল হয়। এরপরই BJP-র কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব ময়দানে নেমে পড়ে। শুরু হয় বিক্ষোভ মিছিল-অবরোধ। গত ১৩ নভেম্বর চুঁচুড়া থানায় মন্ত্রী অখিল গিরির (Akhil Giri) বিরুদ্ধে অভিযোগ দায়ের করে BJP। এবার বীরবাহা হাঁসদা এবং দেবনাথ হাঁসদাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সিঙ্গুর থানায় (Singur Police Station) অভিযোগ দায়ের করল তৃণমূল।
অভিযোগকারী রাকেশ মান্ডি বলেন, ‘‘বীরবাহা হাঁসদা ও দেবনাথ হাঁসদার নামে কুরুচিকর মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)৷ আমরা আদিবাসী সম্প্রদায়ের মানুষ তা মেনে নিতে পারছি না, তাই তাঁর বিরুদ্ধে আমরা অভিযোগ দায়ের করেছি। আমরা চাই এরকম কথা যাতে আর না বলেন এবং আদিবাসীদের সম্মান যেন হানি না হয়। এই কথা শুনে আদিবাসী সম্প্রদায়ের মানুষের মনে আঘাত লেগেছে।’’ সিঙ্গুর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম চট্টোপাধ্যায় বলেন, ‘‘রাজ্যের বিরোধী দলনেতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর পুত্র সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছেন এবং গতকাল মন্ত্রী ও বিধায়ক বীরবাহা হাঁসদা ও দেবনাথ হাঁসদা সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেন, যা শুনে সারা বাংলার মানুষ গর্জে উঠেছেন। শুধু বীরবাহা হাঁসদা বা দেবনাথ হাঁসদা নয়, সারা বাংলার আদিবাসী সম্প্রদায়ের মানুষকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অসম্মান করেছেন। তারই প্রতিবাদে আদিবাসী সম্প্রদায়ের মানুষ সিঙ্গুর থানায় শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।’’
এই অভিযোগ প্রসঙ্গে BJP নেতা সঞ্জয় পান্ডে বলেন, ‘‘তৃণমূল কংগ্রেস দলটাই মিথ্যে নিয়ে জন্মেছে। অপপ্রচার করাটাই তাদের কাজ। ভারতবর্ষের রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মুকে নিয়ে ওদের মন্ত্রিসভার মন্ত্রী যে অশ্লীল ভাষায় কথা বলেছেন, তার জন্য সারা ভারতবর্ষ জুড়ে আন্দোলন চলছে।’’ সেই আন্দোলনকে ধামাচাপা দেওয়ার জন্য ও মানুষের দৃষ্টি ঘোরানোর জন্য তারা নাটক করছে বলেও দাবি করেন তিনি। এরকম একহাজার FIR করলেও শুভেন্দু অধিকারীর তথা দলের কিছু আসে যায় না বলেও দাবি তাঁর৷ দলের আন্দোলনও একইভাবে চলবে বলেও দাবি তাঁর।