স্থানীয় সূত্রে খবর, এবার খোদ মেয়রের ওয়ার্ডেই পাওয়া গেল আগ্নেয়াস্ত্র। এমন ঘটনায় চাঞ্চল্য শিলিগুড়ির কলেজপাড়া (Siliguri College Para) এলাকায়। ড্রেন থেকে আগ্নেয়াস্ত্র পাওয়া ঘিরে চাঞ্চল্য ছড়াল সোমবার সকালে। এরপরই ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছয় পুলিশ। জানা গিয়েছে, মঙ্গলবার সকালে ১৭ নম্বর ওয়ার্ডে শিলিগুড়ি কলেজের সামনে একটি রাস্তায় ড্রেন পরিষ্কারের কাজ করছিলেন পুরনিগমের সাফাই কর্মীরা। ড্রেন পরিষ্কারের সময় আগ্নেয়াস্ত্রটি পাওয়া যায়। এরপরই ওয়ার্ডের কাউন্সিলর ও বরো চেয়ারপার্সন মিলি সিনহাকে বিষয়টি জানানো হয়। তিনি এসে পুলিশে খবর দেন।
শিলিগুড়ি থানার পুলিশ (Siliguri Police Station) এসে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করে। তবে সেটি কোথা থেকে সেখানে এল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ১৭ নম্বর ওয়ার্ডেই বাড়ি মেয়র গৌতম দেবের। পুরনিগমের সাফাই কর্মী কার্তিক দাস বলেন, “নর্দমা দীর্ঘদিন ময়লা জমে থাকার কারণে আমরা পরিষ্কার করছিলাম। সেই সময় ময়লার ভেতর থেকে আমরা একটা বন্দুক খুঁজে পাই। এরপর আমি স্থানীয় কাউন্সিলরকে খবর দিই। এরপর পুলিশ এসে অস্ত্রটি উদ্ধার করে নিয়ে যায়।” অস্ত্র উদ্ধারের ঘটনায় ‘বহিরাগত’ তত্ত্ব খাঁড়া করেছেন ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিলি সিনহা। তিনি বলেন, “কিছু বলার নেই। এখানে রোজ বাইরে থেকে প্রচুর মানুষ আসছে। অনেক ছেলে-মেয়েরা এসে এখানে আড্ডা মারে। ভিড় জমায়। আমি এর আগেও বিষয়টি নিয়ে পুলিশ প্রশাসনকে অভিযোগ জানিয়েছি।” এমনকি এলাকার সাধারণ মানুষকেও ‘সচেতন’ হওয়ার নিদান দেন কাউন্সিলর।
প্রসঙ্গত, মাস পাঁচেক আগেও বেআইনি অস্ত্রের সন্ধান মেলে শিলিগুড়িতে (Siliguri)। একটি পিস্তল ও কার্তুজ সহ দু’জন যুবককে গ্রেফতার করে শিলিগুড়ির প্রধাননগর থানার পুলিশ। পুলিশ সূত্রের খবর অনুযায়ী, ধৃত দু’জনের নাম পঙ্কজ মাহাতো ও শিবা বর্মন। তারা রতনলাল ব্রাহ্মণ বস্তি এলাকার বাসিন্দা। পুলিশের অনুমান, ধৃত দু’জন বেশ কিছুদিন ধরেই এলাকার বাসিন্দাদের ভয় দেখিয়ে অর্থ আত্মসাৎ করার চেষ্টা চালাচ্ছিল। এরপর ফের শিলিগুড়ি পুরসভা এলাকায় মেয়রের বাড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে অস্ত্র উদ্ধারের ঘটনায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা।