Suvendu Adhikari : ‘…বাংলার বাসিন্দাদের বাঁচাতে হবে’, জঙ্গলমহলে দাঁড়িয়ে তোপ শুভেন্দুর – suvendu adhikari attacks west bengal government from bankura


West Bengal News: ঝাড়গ্রামে বিরসা মুণ্ডার জন্মজয়ন্তিতে যোগ দিয়ে কেন্দ্রকে তোপ দেগেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আক্রমণের কয়েক ঘণ্টার মধ্যেই বাঁকুড়ার রাইপুরে সভা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিনের সভা থেকে একের পর এক ইস্যুতে রাজ্যকে পালটা নিশানা করেন শুভেন্দু অধিকারী।

“প্রাইভেট লিমিটেড কোম্পানির হাত থেকে বাংলার বাসিন্দাদের বাঁচাতে হবে”
এদিন তৃণমূলকে তীব্র আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “জঙ্গলমহলের মানুষ বঞ্চিত। তাঁরা গোটা রাজ্যের বাসিন্দাদের মতো নিপীড়িত। BJP ‘রিয়্যাল’ বিরোধী। অপশাসন সরিয়ে বাংলায় সুদিন ফেরাতে হবে। বাংলায় ডাবল ইঞ্জিন সরকার হবে। যে সরকার রাষ্ট্রদ্রোহিদের বিরুদ্ধে পদক্ষেপ করবে যোগী সরকারের মতো।” ঝাড়গ্রাম থেকে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্র ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না বলে মন্তব্য করেছেন তিনি। এবার এরই পালটা জবাব দিলেন শুভেন্দু। তিনি বলেন, “ প্রধানমন্ত্রী আবাস যোজনা কেন্দ্র ৪০ লাখ বাড়ি তৈরির টাকা দিয়েছে। কিন্তু, বেলপাহাড়ির মানুষ তা পাননি। তাঁরা বঞ্চিত হয়েছেন।” এই প্রকল্পগুলিতে দুর্নীতির অভিযোগ তুলেছেন তিনি। শুভেন্দু অধিকারী বলেন, “বাংলার বেকার যুবক যুবতীদের উদ্দেশে বার্তা সকলেই ওদের একটা করে পোস্টার পাঠান। নন্দীগ্রামে কম্পার্টমেন্টাল বানিয়ে দিয়েছি। ভীষণ রাগ। আমাকে কার্ড পাঠাচ্ছে।”

Mamata Banerjee : ‘আমরাও বন্ধ করে দিতে পারি…’, কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে হুঁশিয়ারি মমতার
আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে লক্ষ্য করে এখন থেকেই জোর কদমে প্রচারে নামছে সমস্ত রাজনৈতিক দলগুলি। ঝাড়গ্রামে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ এনেছিলেন। তিনি বলেন, “১০০ দিনের কাজে সমস্যা হচ্ছে। কেন্দ্র আমাদের টাকা দিচ্ছে না। রাজ্য থেকে GST নিয়ে যাচ্ছে। কিন্তু, রাজ্যকে প্রাপ্য দেওয়া হচ্ছে না। রাজ্যকে কি এবার পায়ে ধরতে হবে! ১০০ দিনের টাকা ফিরিয়ে দাও, না হলে গদি ছেড়ে দাও।”

Mamata Banerjee : ‘ঘর-কল কিছুই পাইনি…’ বেলপাহাড়িতে মমতাকে পেয়ে অভিযোগ আদিবাসীদের
তাঁর সংযোজন ছিল, “ব্রিটিশ সাম্রাজের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছিলেন বিরসা মুণ্ডা। নিজেদের অধিকারিক পাওয়ার জন্য লড়তে হয়। আমাকে বলছে সব টাকা বন্ধ করে দেবে। আমরাও তো বন্ধ করে দিতে পারি। কেন তোমাকে GST-র ট্যাক্স দেবে লোকেরা! ট্যাক্স তুলে নিয়ে যাচ্ছে এক তরফা আর মানুষের টাকা দিচ্ছে না। কেন দিচ্ছে না! মানুষের জন্য দেশ, নেতার জন্য নয়।” মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণের কিছুক্ষণের মধ্যেই পালটা সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা।

পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *