অয়ন ঘোষাল: বাংলায় এখন ভরপুর শীতের আমেজ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বিহার, ঝাড়খণ্ড থেকে অবাধে ঢুকছে বাতাস। তার হিমেল ছোঁয়ায় রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে হু-হু করে নামছে তাপমাত্রা। কলকাতাতেও পারদ পতন অব্যাহত। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। হাওয়া অফিসের তরফে এও জানান হয়েছে, উত্তর পশ্চিম ভারতের শীতল হাওয়ার প্রবেশ পথ বাধামুক্ত ।
তাই আগামী ৪৮ ঘন্টায় আরও পারদ পতন হতে পারে এ রাজ্যে। দক্ষিণবঙ্গে আগামী চার দিন আকাশ পরিষ্কার থাকবে। তাই আগামী দু’দিনে আরও কমতে পারে তাপমাত্রা। সকাল-সন্ধে বাতাসে হিমেল ভাব বজায় থাকবে। জেলায় জেলায় আরও নামতে পারে পারদ। পূর্বাভাসে বলা হয়েছে, সব থেকে বেশি পারদ নামবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলাতে।
এ রাজ্যের পাশাপাশি পূর্ব ভারতের সব রাজ্যের তাপমাত্রাও ক্রমশ কমছে। বিহার এবং ঝাড়খন্ড লাগোয়া বাংলার জেলাগুলিতে বেশি তাপমাত্রা নামার সম্ভাবনার কথা জানান হয়েছে। অর্থাৎ নভেম্বরের এই মাঝামাঝি সময়ে শীত আরও বাড়বে।