Bankura News : শ্যালককে গুলি করে হত্যার চেষ্টার অভিযোগ ,চাঞ্চল্যকর ঘটনা বাঁকুড়ায় – bankura youth allegedly shot his relative kotulpur police started investigation


এক যুবককে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ তাঁর ভগ্নিপতির বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনা বাঁকুড়া জেলার কোতুলপুর থানা এলাকায়। আহত যুবকের নাম দিলীপ দলুই। বর্তমানে তিনি কলকাতায় পিজি হাসপাতালে (Kolkata PG Hospital) চিকিৎসাধীন বলে পরিবার সূত্রে খবর। অভিযুক্ত ভগ্নিপতি পলাতক। ঘটনার তদন্ত শুরু করেছে কোতুলপুর থানার পুলিশ (Kotulpur Police Station)। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার রাতে শ্যালককে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ উঠল তাঁরই ভগ্নিপতির বিরুদ্ধে। বাঁকুড়ার (Bankura) কোতুলপুর থানা এলাকার তাজপুর গ্রামের ঘটনা। সূত্রের খবর, চিন্ময় মালিক নামে অভিযুক্ত ভগ্নিপতির বাড়ি হুগলির আরামবাগ পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কালিপুরে। মঙ্গলবার রাতে অভিযুক্ত চিন্ময় কোতুলপুরের তাজপুরে গাজনতলা গ্রামে নিজের শ্বশুরবাড়িতে আসে।

Punjab Shootout: পঞ্জাবে ফের শ্যুটআউট, ‘গুরু গ্রন্থ সাহিব’ চুরি মামলায় অভিযুক্ত ডেরা ভক্তকে গুলি করে খুন
অভিযোগ, বাড়িতে এসেই অতর্কিতে শ্যালক দিলীপ দলুইকে গুলি করে সে। গুলি তাঁর পেটে লেগেছে। ঘটনার পরই অভিযুক্ত চিন্ময় গা ঢাকা দেয়। গোটা ঘটনায় দিলীপের পরিবারের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। সাথে সাথে গুরুতর আহত দিলীপকে আরামবাগ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা সঙ্কটজনক হওয়ায় পরে তাঁকে কলকাতার পি.জি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গিয়েছে। আহত দিলীপের পরিবারের সদস্যরা জানিয়েছেন, চিন্ময়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত। কোতুলপুর থানার পুলিশ তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে। কী কারণে এই হামলা, তা খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Bankura News : মায়ের নিথর দেহের পাশে রক্তমাখা কুড়ুল হাতে ছেলে! রোমহর্ষক হত্যাকাণ্ড বাঁকুড়ায়
দিলীপের পরিবার সূত্রে জানা গিয়েছে, দিলীপের বোন মৌসুমী মালিকের সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে অভিযুক্ত চিন্ময়ের। মৌসুমী মালিকের দাবি, ডিভোর্সের মামলা চলার কারণে পুরো পরিবারের উপর রাগ ছিল চিন্ময়ের। এর আগেও দিলীপকে মেরে দেবে বলে হুমকি দিয়েছিল চিন্ময় বলে দাবি মৌসুমীর। দীর্ঘদিন তাঁদের মধ্যে পারিবারিক বিবাদ রয়েছে বলেই এরকম ঘটনা ঘটানো হল বলে দাবি দিলীপের পরিবারের।

South 24 Parganas News : বজবজে TMC নেতা শ্যুট আউটের ঘটনায় ধৃত ১, উদ্ধার আগ্নেয়াস্ত্র
মৌসুমী বলেন,“ রাত সাড়ে ন’টার সময় আমার দাদাকে চিন্ময় মালিক গুলি করে দিয়ে চলে গিয়েছে। চিন্ময় আমার স্বামী ছিল। আমাদের ডিভোর্স এখনও হয়নি। তবে মামলা চলছে। এর আগেও আমার দাদাকে মেরে দেবে বলে হুমকি দিয়েছিল।” পুরো ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গুলি চালনার ঘটনায় আতংকিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারাও। অভিযুক্ত চিন্ময়ের খোঁজে তল্লাশি চলছে বলে জানিয়েছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *