Dumdum Municipality : পড়ুয়াদের বিক্ষোভের জের, দমদম মতিঝিল স্কুল চত্বর পরিষ্কার করল পুরসভা – after student agitation municipality takes initiative of cleanliness programme of dumdum motijheel school


West Bengal News স্কুল জঞ্জালের স্তূপে পরিণত হয়েছে। ক্ষোভ জমেছিল পড়ুয়াদের মধ্যে। সেই ক্ষোভের বহিঃপ্রকাশও হয় কয়েকদিন আগে। ডেঙ্গির বাড়বাড়ন্তের মাঝে জঞ্জাল সাফাইয়ের জোরালো দাবি জানায় পড়ুয়ারা। বিক্ষোভের পর অবশেষে নড়েচড়ে বসল প্রশাসন। সাফাই কর্মসূচি নেওয়া হল দমদম মতিঝিল গার্লস স্কুলে (Dumdum Motijheel Girls School)। স্থানীয় কাউন্সিলরের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হল স্কুল চত্বর, খেলার মাঠ।

Dengue Fever : বাড়ছে আক্রান্তের সংখ্যা, ডেঙ্গি প্রতিরোধে সচেতনতায় জোর রাজপুর-সোনারপুর পুরসভায়
কয়েকদিন আগেই দমদম মতিঝিল গার্লস স্কুলে অপরিষ্কার-অপরিছন্নতা নিয়ে ক্ষোভ দেখায় ছাত্রীরা। পড়ুয়াদের বিক্ষোভের পরেই নড়েচড়ে বসে পুরসভা। বুধবার সকালেই স্কুল বিল্ডিং পরিষ্কারের কাজে নামে পুরসভা। ডেঙ্গি সচতেনতার বার্তা নিয়ে স্কুলের অপরিষ্কার অংশ পরিষ্কার করা হয়। স্কুলের নর্দমা থেকে শুরু করে স্কুলের মাঠ পরিষ্কার করা হয় এদিন। জঞ্জালের স্তূপ সরিয়ে চলে লাগাতার সাফাইয়ের কাজ। স্কুলের দাবি, অবৈতনিক স্কুল হওয়ার কারণে আলাদা করে সাফাই কর্মী নেই স্কুলের। সে কারণে সাফাই কর্মসূচির জন্য স্থানীয় পুরসভা এবং কাউন্সিলরকে বিষয়টি জানানো হয়। এরপরেই তাঁদের উদ্যোগে এই সাফাই কর্মসূচি নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে স্কুলের শিক্ষিকা মাধবী ভট্টাচার্য বলেন, “আমরা অভিভাবকদের থেকে চাঁদা তুলে একটি সাফাই কর্মী রেখেছিলাম। এত বড়ো স্কুল দুটি শিফটে হয়। এতো বড়ো স্কুলকে পরিষ্কারের জন্য বাধ্য হয়ে আমাকে স্থানীয় কাউন্সিলর ও পুরসভাকে জানাতে হয়। আমরা চিঠি দিয়েছিলাম। ওঁরা আমাদের যথেষ্ট সাহায্য করেছে।”

School Students : স্কুল পড়ুয়াদের গণ্ডগোলে তুমুল উত্তেজনা হাওড়ায়, আটক ১
স্থানীয় কাউন্সিলর অষ্মী পোদ্দার বলেন, “বিক্ষোভের জন্যেই আমরা পরিষ্কার করাচ্ছি, এরকম নয়। আমাদের এখানে সাফাই মাঝে মাঝেই হয়। যেহেতু ডেঙ্গির একটা প্রভাব চলছে। সকালে বাচ্চাদের স্কুলে আসতে হয়, সে কারণে এই সাফাই করে দেওয়া হল। স্কুলের তরফে আমাদের জানানো হলেই আমরা এখানে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য উদ্যোগ নিয়ে থাকি।”

SIliguri News : মেয়রের বাড়ির ঢিল ছোঁড়া দূরত্বে ড্রেন থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র, আতঙ্ক শিলিগুড়িতে
প্রসঙ্গত, গত ৮ তারিখ দমদম মতিঝিল গার্লস স্কুলে (Dumdum Motijheel Girls School) ছাত্রীরা বিক্ষোভ দেখান স্কুলের অবস্থা নিয়ে। স্কুলে ক্যাম্পাস অপরিষ্কার অপরিচ্ছন্নতা এবং জঞ্জালে ভরে গিয়েছিল, সেই নিয়ে ছাত্রীরা বিক্ষোভ প্রদর্শন করেন। এরপরেই স্কুলের পক্ষ থেকে স্থানীয় কাউন্সিলর অষ্মী পোদ্দারকে স্কুল পরিষ্কার করার জন্য চিঠি দেওয়া হয়। সেই মোতাবেক এদিন সকাল সকাল স্কুল পরিষ্কার অভিযানে নামেন কাউন্সিলর। এদিন স্কুলের নর্দমা পরিষ্কার করার পাশাপাশি স্কুল চত্বরে ব্লিচিং পাউডার ছড়ানো হয়। এর সঙ্গে স্কুলের খেলার মাঠ, জঞ্জাল আবর্জনায় ভরে গিয়েছিল, সেটিও পরিষ্কার করে দেওয়া হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *