Garchumuk Tourist Spot : শীতের মরসুম শুরু হলে গেলেও এখনও পর্যন্ত গড়চুমুক পর্যটন কেন্দ্রের (Tourist Spot) তালা খুলল না। ফলে ভিতরে প্রবেশ করতে না পেরে ক্ষোভ প্রকাশ করেছেন বহু পর্যটক।

হাইলাইটস
- শীতের মরসুম শুরু হলে গেলেও এখনও পর্যন্ত গড়চুমুক পর্যটন কেন্দ্রের তালা
- পর্যটকরা এখনও পর্যন্ত ভিতরে প্রবেশ করতে পারছেন না
- ১৫ ডিসেম্বরের মধ্যেই গড়চুমুক পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে

বন্ধ গড়চুমুক
বছর খানেক আগে আমফান ঝড়ের দাপটে গড়চুমুক পর্যটন কেন্দ্রে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। বন্ধ করে দেওয়া হয়েছিল পর্যটন কেন্দ্রটি। এরপর পর্যটন কেন্দ্রটি সংস্কার করার পর ২ থেকে ৩ বার খোলা হলেও পুনরায় তা বন্ধ করে দেওয়া হয়। এর সঙ্গে পর্যটন কেন্দ্রে থাকা মৃগদাবকে স্মল জুতে রুপান্তরিত করার পর সেটিকে মিনি জুয়ে পরিণত করার কাজ শুরু হয়। এদিকে মিনি জুয়ের পরিকাঠামোর কাজ শুরু হলেও পর্যটকদের কথা মাথায় রেখে এই বছরের প্রথমে পুনরায় পর্যটকদের জন্য পর্যটন কেন্দ্রটিকে খুলে দেওয়া হয়। যদিও গত মে মাসে দুস্কৃতীদের তাণ্ডবে পর্যটন কেন্দ্রটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর পুনরায় পর্যটন কেন্দ্রটি বন্ধ করে দেওয়া হয়েছে। তারপর থেকে তা বন্ধ হয়েই পড়ে রয়েছে।

হয়রানির শিকার পর্যটকরা
অন্যদিকে, পর্যটন কেন্দ্রটি বন্ধ হয়ে যাওয়ার পরই সংস্কারের অভাবে গোটা পর্যটন কেন্দ্রটি বন জঙ্গলে ভরে উঠেছে। চারিপাশেই গাছপালা গজিয়ে গিয়েছে। এদিকে শীতের মরসুম শুরু হওয়ায় প্রায় প্রতিদিনই পর্যটকদের ভিড় জমছে গড়চুমুকে। যদিও ভিতরে প্রবেশ করতে না পেরে ক্ষুব্ধ সকলে। তাঁদের মতে দূর দূরান্ত থেকে পকেটের পয়সা খরচ করে পরিবারের সকলকে নিয়ে আসলেও ফিরে যেতে হচ্ছে। অন্যদিকে পর্যটন কেন্দ্র বন্ধ রাখা প্রসঙ্গে হাওড়া জেলা পরিষদের সহকারী সভাধিপতি অজয় ভট্টাচার্য বলেন, “গড়চুমুক পর্যটন কেন্দ্রে মিনি জুয়ের পরিকাঠামোর কাজ চলার কারণে পর্যটন কেন্দ্রে পর্যটকদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে পর্যটকদের জন্য গড়চুমুক পর্যটন খুলে দেওয়া হবে।”
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ