Haldia News: ফিজিওথেরাপির মাত্র ২০ টাকায়, পূর্ব মেদিনীপুরে এবার আরও ভালো স্বাস্থ্য পরিষেবা – west bengal health news advanced laser pathology clinic started at haldia institute of health science


Purba Medinipur : জন সাধারণের উন্নত মানের চিকিৎসা পরিষেবা প্রদানের স্বার্থে নতুন মাত্রা যোগ করল হলদিয়া ইন্সটিটিউট অব হেল্থ সায়েন্স (Haldia Institute of Health Science)। এবার মাত্র ২০ টাকা খরচায় মিলবে ফিজিওথেরাপির সুযোগ। নতুন লেজার ফিজিওথেরাপি ক্লিনিকের উদ্বোধন হল হলদিয়া ইন্সটিটিউট অব হেল্থ সায়েন্সে।

হলদিয়া ইন্সটিটিউট অব হেল্থ সায়েন্সে মঙ্গলবার প্রায় কোটি টাকা ব্যয়ে তৈরি লেজার ফিজিওথেরাপি ক্লিনিক (Laser Physiotherapy Clinic) ও অ্যাডভান্সন্ড প্যাথলজিক্যাল রিসার্চ ল্যাবরেটরির উদ্বোধন হল। ক্লিনিক ও ল্যাবের উদ্বোধন করেন প্রাক্তন সাংসদ ও কলেজের চেয়ারম্যান লক্ষ্মণ শেঠ। কলেজ কর্তৃপক্ষের দাবি, পূর্ব মেদিনীপুরে এ ধরনের ফিজিও ক্লিনিক নেই। কলকাতার বাইরে রাজ্যে এ ধরনের লেজার ফিজিও ক্লিনিক খুবই কম রয়েছে। সেক্ষেত্রে কলকাতার পাশাপাশি জেলার স্বাস্থ্য মানচিত্রে এই নতুন পরিষেবা আলাদা মাত্রা যোগ করবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। এমনিতেই পূর্ব মেদিনীপুর সহ পার্শ্ববর্তী জেলাগুলির বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ হলদিয়া ইন্সটিটিউট অব হেল্থ সায়েন্সে আসেন চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য। অত্যাধুনিক এই লেজার ফিজিওথেরাপির মাধ্যমে অসংখ্য বয়স্ক রোগীদের অনেকটাই সুবিধা হবে বলে জানালেন হাসপাতালের এক আধিকারিক।

East Medinipur News : তারিখ পে তারিখের জেরে সমস্যায় বিচারপ্রত্য়াশীরা, সমাধানে তমলুকে ২টি লোক আদালতের উদ্বোধন

হলদিয়া ইন্সটিটিউট সূত্রে খবর, মাত্র ২০ টাকায় সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অত্যাধুনিক ফিজিও ক্লিনিকের পরিষেবা মিলবে। রোগীদের স্বার্থে প্রতিদিন এই পরিষেবা প্রদানের ব্যবস্থা করা হয়েছে। গরীব ও সাধারণ মানুষকেই মূলত এই পরিষেবা দেওয়া হবে। ২০ লাখ টাকা ব্যয়ে নতুন আকারে ফিজিওথেরাপি ক্লিনিক গড়া হয়েছে। অন্যদিকে, ৮০ লাখ টাকা ব্যয়ে ৫টি ল্যাব তৈরি হয়েছে। এখানে প্যাথলজিক্যাল রিসার্চের কাজ শুরু হয়েছে। এজন্য পিসিআর টেস্ট সহ একাধিক টেস্টের জন্য আধুনিক ইলেকট্রনিক মেশিন, উন্নতমানের মাইক্রোস্কোপ আনা হয়েছে। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের ভাইস চেয়ারম্যান স্পর্শিতা পণ্ডা শেঠ, আইকেয়ারের সম্পাদক আশিস লাহিড়ি, আইকেয়ারের বোর্ড সদস্য সুদীপ্তন শেঠ প্রমুখ।

Best Biriyani Shop: ১ টাকায় বিরিয়ানি থেকে মাছ-ভাত, বারাসতে অভিনব ক্যান্টিন ঘিরে শোরগোল

ফিজিওথেরাপি ইউনিটের এক আধিকারিক জানান, লেজার ফিজিওথেরাপি মূলত কলকাতার বেশ কিছু নামী চিকিৎসা কেন্দ্রে রয়েছে। উন্নত মানের এই ফিজিওথেরাপির মাধ্যমে চিকিৎসা পরিষেবা আরও সহজ হয়েছে। অন্যান্য চিকিৎসা পরিষেবার পাশাপাশি ফিজিওথেরাপির জন্যও প্রচুর পরিমাণ রোগী আসেন এখানে। আগে ভালো অর্থ ব্যয় করে ফিজিওথেরাপির পরিষেবা পাওয়া যেত। নতুন এই ক্লিনিক চালু করার পর বর্তমানে নামমাত্র খরচে এই পরিষেবার সুযোগ পাবেন সাধারণ মানুষ।

পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *