Local Train : আচমকাই স্টেশনের (Howrah Station) ওভারহেড পোস্টে উঠে পড়েন একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। চার ও পাঁচ নম্বর লাইনের পোস্টে এই কাণ্ড ঘটে। এর জেরে বন্ধ হয়ে যায় লোকাল ট্রেন পরিষেবা।
হাইলাইটস
- হাওড়া স্টেশনের ওভারহেড পোস্টে উঠে পড়েন একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি
- অনেক চেষ্টা করেও ওই ব্যক্তিকে নামানো সম্ভব হচ্ছিল না
- এই ঘটনার জেরে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়েছিল একাধিক ট্রেন
ঠিক কী হয়েছিল?
হাওড়া স্টেশনে ওভারহেডের তার মেরামতির জন্য লোহার ব্রিজ রয়েছে। ঘড়ির কাঁটায় তখন রাত সাড়ে ৯টা। সেই সময় লাল গেঞ্জি পরা এক ব্যক্তিকে ওই ব্রিজে উঠে চলাফেরা করতে দেখা যায়। ঘটনার খবর জানতে পেরে ঘটনাস্থলে চলে আসে আরপিএফ, জিআরপি এবং হাওড়া সিটি পুলিশের আধিকারিকরা। এই ঘটনার জেরে রাত দশটা থেকে পূর্ব রেলে হাওড়া স্টেশন থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পূর্ব রেলের মুখ্য জন সংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানান, ওই ব্যক্তি যাতে বিদ্যুৎস্পৃষ্ট না হন তার জন্য ওভারহেড তারের হাইভোল্টেজ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। রাত দশটা থেকে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। এক ঘণ্টা পর ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়। এরপর ট্রেন পরিষেবা (Train Service) চালু হয়।
উদ্ধার করার পর ওই ব্যক্তিকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশের প্রাথমিক অনুমান মানসিক ভারসাম্যহীন তিনি। জানা গিয়েছে তাঁর নাম শিভম মিশ্র (২৩)। বাবার নাম ত্রিলোকনাথ মিশ্র। তাঁর বাড়ি উত্তরপ্রদেশের বেনারসের সোনভদ্রা এলাকায়। পুলিশকে তিনি নিজেই একথা জানান। পাশাপাশি কেন তিনি ওই ব্রিজের উপর উঠেছিলেন তাও জানান। আসলে ট্রেন ধরার জন্যই নাকি তিনি ওই ব্রিজের উপর উঠে পড়েছিলেন। হাওড়া স্টেশনের ৫ ও ৬ নম্বর প্ল্যাটফর্মের শেষের দিকে ট্রেন লাইনের উপরে থাকা তারের ব্রিজে উঠেছিলেন।
এদিকে রাতের দিকে ট্রেন বন্ধ হয়ে যাওয়ার ফলে সমস্যায় পড়েছিলেন নিত্যযাত্রীরা। একজন বলেন, “এই সময় ট্রেন বন্ধ হয়ে যাওয়া বাড়ি পৌঁছতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে। কখন যে বাড়ি পৌঁছব জানি না। রাতের দিকে এই ধরনের ঘটনা ঘটলে খুবই মুশকিল।” তবে আপাতত ওই ব্যক্তি সরে যাওয়ায় ১০টা ৫৮ মিনিটে প্রথম ট্রেন ছাড়ে। রেলের তরফে জানানো হয়েছে, পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে আছে। সব ট্রেনই ধীরে ধীরে ছাড়ছে। একা বড় সমস্যা মিটে যাওয়ায় স্বস্তির শ্বাস ফেলেছেন নিত্যযাত্রীরা।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ