poulomi.nath | EiSamay.Com | Updated: 16 Nov 2022, 5:50 pm
সদ্য়ই হয়েছে এনবিটি উৎসব, আর সেখানেই দেখা গিয়েছে তারকাদের মেলা। সেই অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন রাকুল প্রীত সিং। হালকা সাজেও যে গর্জাস রাকুল প্রীত সিং তা আরও একবার ধরা পড়ল ক্য়ামেরায়। সাদা শাড়িতেই বাজিমাৎ করলেন রাকুল। তবে শুধু রূপই নয় তাঁর গুণেরও শেষ নেই, বলিউডে একের পর এক জনপ্রিয় ছবির পাশাপাশি দক্ষিণ ভারতীয় ছবিতেও দক্ষতার সঙ্গে অভিনয় করেছেন তিনি।