Kalyani AIIMS: কল্যাণী নিয়োগ দুর্নীতিতে ফের বিজেপি বিধায়কের মেয়েকে জেরা সিআইডি-এর – kalayni aiims recruitment corruption bjp mla daughter interrogate by cid team


কল্যাণী এইমস (Kalyani AIIMS) নিয়োগ দুর্নীতি মামলায় ফের সিআইডি নজরে বাঁকুড়ার BJP বিধায়ক নীলাদ্রি শেখর দানার মেয়ে মৈত্রী দানা। এই নিয়ে তৃতীয়বার BJP বিধায়কের বাড়িতে হানা দিল সিআইডি। অভিযোগ, BJP বিধায়ক নীলাদ্রি শেখর দানা তাঁর ক্ষমতার প্রভাব খাটিয়ে মেয়ে মৈত্রী দানাকে কল্যাণী AIIMS-এ চাকরি পাইয়ে দিয়েছেন । সেই অভিযোগ নিয়েই জেরা করতে আবারও এদিন BJP বিধায়কের বাঁকুড়ার বাড়িতে যায় সিআইডি-এর একটি দল।

বুধবার বুধবার দুপুর দু’টা পনের নাগাদ বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার (BJP MLA Niladri Sekhar Dana) শহরের কানকাটার বাড়িতে পৌঁছান চার সদস্যের সি.আই.ডি তদন্তকারীদল। ওই দলে দু’জন মহিলাও রয়েছেন বলে খবর। এর আগে গত ১৫ জুলাই এবং ৫ অগাস্ট তারিখেও বিধায়ক নীলাদ্রি শেখর দানার বাড়িতে এসেছিল CID-র প্রতিনিধি দল। কল্যাণী AIIMS-এ বিধায়ক-কন্যার নিয়ম বহির্ভূতভাবে নিয়োগ মামলার তদন্তে সেদিনই প্রথমবার নীলাদ্রি শেখর দানার বাড়িতে আসেন রাজ্য গোয়েন্দারা। তাঁরা দীর্ঘ আড়াই ঘণ্টা ওই বাড়িতে ছিলেন। বাড়িতে তল্লাশি চালানোর পাশাপাশি পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদও করেন। তবে এদিনও জিজ্ঞাসাবাদের পুরো পর্বটি ভিডিওগ্রাফি করা হবে বলে জানা গিয়েছে। এদিনও প্রায় একঘণ্টা চলে জিজ্ঞাসাবাদ।

Mamata Banerjee: ‘… বিজেপির বেলা কিছু হয় না ‘, অর্পিতার গ্রেফতারির প্রসঙ্গ টেনে আক্রমণ মমতার

বিজেপি বিধায়কের দাবি, তাঁর মেয়ে সম্পূর্ণ বৈধভাবে চাকরি পেয়েছে। কল্যাণী AIIMS-এ কনট্রাক্টচুয়াল পদে ছিল সে। সম্পূর্ণ রাজনৈতিক কারণে এই তদন্ত।

Dilip Ghosh: ‘দম থাকলে CID তদন্ত হোক…’, অভিষেকের ‘গ্রেফতারি’ তত্ত্বে পালটা চ্যালেঞ্জ দিলীপের

কল্যাণীর AIIMS-এ বেআইনিভাবে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে BJP-র দুই সাংসদ, বিধায়ক সহ মোট ৮ জনের বিরুদ্ধে। কল্যাণী থানায় FIR দায়েরও হয়েছে। অভিযুক্তদের তালিকায় বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি শেখর দানা (Niladri Sekhar Dana) ছাড়াও রয়েছেন বাঁকুড়ার সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার (Subhas Sakrkar), রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার (Jagannath Sarkar), চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ (Bankim Ghosh) সহ ৮ BJP নেতা । ইতিমধ্যেই এই কেসে CBI তদন্তের আবেদন খারিজ করেছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।

পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *