Poush Mela 2022 : বন্ধের মুখে পৌষমেলা? পুরসভা-বিশ্বভারতীর বৈঠকেও মিলল না রফাসূত্র – confusion about the santiniketan poush mela has not been resolved yet


Santiniketan Poush Mela : শান্তিনিকেতনের পৌষমেলা (Santiniketan Poush Mela) নিয়ে সংশয় রয়েই গেল। মেলা নিয়ে বুধবার বিশ্বভারতী ও বোলপুর পুরসভার (Bolpur Municipality) বৈঠকের পরেও নিশ্চিত কোনও উত্তর পাওয়া গেল না।

 

Poush Mela

হাইলাইটস

  • শান্তিনিকেতনের পৌষমেলা নিয়ে সংশয় রয়েই গেল
  • মেলা হবে কিনা তা নিয়ে বুধবার বৈঠকে বসেছিল বিশ্বভারতী ও বোলপুর পুরসভা
  • বৈঠকেও মেলা হওয়া নিয়ে কোনও নিশ্চিত উত্তর পাওয়া গেল না
West Bengal News : শান্তিনিকেতনের পৌষমেলা (Santiniketan Poush Mela) নিয়ে সংশয় রয়েই গেল। মেলা হবে কি না তা নিয়ে বুধবার বিশ্বভারতী ও বোলপুর পুরসভার (Bolpur Municipality) বৈঠকের পরেও নিশ্চিত কোনও উত্তর পাওয়া গেল না। জানা গিয়েছে, দ্বিপাক্ষিক বৈঠকে উভয় পক্ষই মেলার আয়োজন সংক্রান্ত বিষয়ে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেছেন। উভয়পক্ষের সেই মতামতের নিরিখেই ফের একপ্রস্থ আলোচনা হবে। আর তারপরই ঐতিহ্যবাহী পৌষমেলার (Poush Mela) ভবিষ্যত কি তার উত্তর জানা যাবে বলে মনে করা হচ্ছে। এদিকে এই সময় রাজ্যের বাইরে থাকায় বৈঠকে উপস্থিত ছিলেন না বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। বৈঠকে তিনি উপস্থিত না থাকার জন্যই বুধবার কোনও সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি বলে জানা গিয়েছে। Poush Mela: পৌষমেলার আয়োজনে আগ্রহী, বিশ্বভারতীর কাছে পূর্বপল্লীর মাঠ ভাড়া চাইল বোলপুর পুরসভা
করোনার জেরে বন্ধ ছিল পৌষমেলা
২০২০ সালে কোভিড পরিস্থিতির (Corona Situation) জন্য পৌষমেলা বন্ধ রাখা হয়েছিল। ২০২১ সালে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় বোলপুর-শান্তিনিকেতনবাসী, ব্যবসায়ী, পড়ুয়া, আশ্রমিক সকলেই চেয়েছিলেন কোভিড বিধি মেনে ঐতিহ্যবাহী পৌষমেলা হোক। কিন্তু, বিশ্বভারতী কর্তৃপক্ষ মেলা সংঘটিত করেনি কোভিড পরিস্থিতির কারণ দেখিয়েই। বাংলা সংস্কৃতি মঞ্চ বোলপুর পুরসভার সহযোগিতায় ডাকবাংলো মাঠে বিকল্প মেলার আয়োজন করেছিল। আর এবছর মেলা হবে কি না সেই কৌতুহলের মাঝেই মেলার আয়োজক শান্তিনিকেতন ট্রাস্ট লিখিতভাবে জানিয়ে দেয় পূর্বপল্লির মাঠে মেলার আয়োজন করতে তারা অপারগ। কারণ হিসেবে তুলে ধরা হয় জলের সমস্যার কথা। বোলপুর পুরসভাকে লেখা চিঠিতে শান্তিনিকেতন ট্রাস্ট উল্লেখ করে, মেলা আয়োজন করার জন্য সবচেয়ে বেশি যা প্রয়োজন তা হল জল। কিন্তু, ভুবনডাঙায় যে চারটি বাঁধ রয়েছে সেই বাঁধগুলি আবর্জনা এবং কচুরিপানায় ভর্তি হয়ে গিয়েছে। মেলা আসন্ন। তাই অল্প সময়ে সেই বাঁধগুলি মেরামত করা অসম্ভব। সেই কারণে তাঁরা ওই মাঠে মেলার আয়োজন করতে পারবে না। Poush Mela: পৌষমেলা করতেই হবে, বার্তা অনুব্রতর
২ ঘণ্টার বৈঠকেও মিলল না রফাসূত্র
অন্যদিকে এ বছর পৌষমেলার জন্য পূর্বপল্লির মাঠ ভাড়া চেয়ে বিশ্বভারতীর (Visva Bharati) উপাচার্যকে চিঠি দিয়েছিল বোলপুর পুরসভা। পালটা চিঠি দিয়ে মেলা সংক্রান্ত বৈঠকে বোলপুর পুরসভাকে ডাকে বিশ্বভারতী কর্তৃপক্ষ। সেই মতো এদিন বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ে দুপক্ষের বৈঠক হয়। কিন্তু, প্রায় দু’ঘণ্টা বৈঠকে কোনও রফাসূত্র মেলেনি। অনিশ্চয়তার আবহেই রয়ে গিয়েছে পৌষমেলা। বৈঠক শেষে বোলপুর পুরসভার পুরপ্রধান পর্ণা ঘোষ বলেন, “মেলা নিয়ে আমরা ও বিশ্বভারতী তাদের সুবিধা অসুবিধার কথা আলোচনা করেছি। উপাচার্য ছিলেন না। উনি ফিরলে বৈঠকের আলোচনা শুনে সিদ্ধান্ত নেবেন। আমরা চাই পূর্বপল্লীর মাঠেই মেলা হোক। বিশ্বভারতীকে ছাড়া তো তা সম্ভব নয়।” অপরদিকে বিশ্বভারতীর তরফে কিশোর ভট্টাচার্য বলেন, “ঐতিহ্য মেনে সব মানুষকে নিয়ে আমরা চাই মেলা করতে। সেই মতো ইতিবাচক আলোচনা হয়েছে। বোলপুর পুরসভাকে বাদ দিয়েও মেলা হতে পারে না। উপাচার্য ফিরলে আমরা বৈঠক করে সিদ্ধান্ত নেব।”

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *