poulomi.nath | EiSamay.Com | Updated: 16 Nov 2022, 12:14 pm
একটি ফিল্ম ফেস্টিভ্যাল অংশ নিতে বেশ কিছুদিন বাইরে ছিলেন রণবীর সিং (Ranveer Singh)। সেই ফেস্টিভ্যালের মূল আকর্ষণই ছিলেন তিনি অবশেষে এবার ঘরে ফেরার পালা। মুম্বই ফিরলেন রণবীর। বিমানবন্দরে আমাদের ক্য়ামেরাবন্দি বলি অভিনেতা। এদিনও একেবারেই ফাঙ্কি এয়ারপোর্ট লুকে আমাদের ক্য়ামেরায় ধরা দিলেন তিনি। এয়ারপোর্ট থেকে বেরিয়ে নিজে গাড়ি চালিয়েই বেরিয়ে যান রণবীর। সোমবার ছিল দীপিকা এবং রণবীরের বিবাহ বার্ষিকী। সপ্তাহের প্রথম দিনে কাজের ব্যস্ততার মাঝেই দীপিকাকে সারপ্রাইজও দেন রণবীর। উপহার স্বরূপ দীপিকাকে ফুল এবং চকলেট দেন তিনি। সোশ্য়াল মিডিয়ায় সেই ছবি পোস্ট করে রণবীর জানান ফুল এবং চকলেটকে কখনই আন্ডার এস্টিমেট করে উচিত নয়। এর ক্ষমতা যে ঠিক কতটা তা অনেকেরই জানা নেই।
