poulomi.nath | EiSamay.Com | Updated: 16 Nov 2022, 7:53 pm
ভূতের রাজা পরাণ বন্দ্যোপাধ্যায়(Paran Bandyopadhyay)। প্রীতম সরকার(Pritam Sarkar) পরিচালনায় সদ্ভূত অদ্ভুত ছবিতে এবার ভূতের রাজার ভূমিকায় দেখা যাবে পরাণ বন্দ্যোপাধ্যায়কে। পরাণ ছাড়াও এই ছবিতে দেখা যাবে খরাজ মুখোপাধ্যায়(Kharaj Mukherjee), পার্থ সারথি(Partha Sarathi) সহ বহু চেনা মুখ। ইতিমধ্য়েই সামনে এসেছে ছবির ট্রেলার। দুই বন্ধু এবং এক ভূতের গল্প নিয়েই এই ছবি। আমাদের ক্যামেরায় ধরা পড়ল ট্রেলার লঞ্চের এক ঝলক।