TET Merit List: ‘এত ফোন পেয়ে বিরক্ত’, এই সময় ডিজিটালে মুখ খুললেন টেট পাশ মমতা বন্দ্যোপাধ্যায় – mamata banerjee name on tet merit list who is she know details


TET প্রার্থীদের নামের তালিকা প্রকাশ হওয়ার পরেই শোরগোল। তালিকায় থাকা কিছু নাম নিয়ে রীতিমতো আলোড়ন পড়ে যায় রাজ্য রাজনীতিতে। তাঁদের মধ্যে অন্যতম নাম ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। একই সঙ্গে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুজন চক্রবর্তী (Sujan Chakraborty)-র মতো নামও তালিকায় থাকা নিয়ে বিস্তর শোরগোল পড়ে গিয়েছিল। নামের এই মিল কি নেহাত কাকতালীয়? উঠছিল প্রশ্ন। এই বিভ্রাট কাটাতে সমস্ত ‘বিতর্কিত’ নামের প্রার্থীদের বাবার নাম, ফোন নম্বর সহ একটি তালিকা প্রকাশ করা হয় প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে। এবার তালিকায় থাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করল এই সময় ডিজিটাল।

Primary TET: বাড়ল প্রাথমিক টেট-এ আবেদনের সময়সীমা, কারা পাবেন সুযোগ স্পষ্ট নয়া বিজ্ঞপ্তিতে
‘সন্তান অসুস্থ’, বিরক্ত মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)
পর্ষদের তরফে নাম, বাবার নাম এবং নম্বর প্রকাশ করার পর থেকেই ফোনের চাপে জর্জরিত মমতা বন্দ্যোপাধ্যায়। ফোনের ওপ্রান্ত থেকে চরম বিরক্তি প্রকাশ করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি অত্যন্ত বিরক্ত। খুব বেশি ফোন আসছে। এভাবে আমার নম্বর দেওয়া উচিত হয়নি। আমার নথি যাচাই করার থাকলে আমার থেকে চাইতে পারত। আমাকে শুধু সাংবাদিকরাই নয়, আরও অনেকে ফোন করছে।” কথার মাঝেই শিশু সন্তানের কান্নার আওয়াজ। মমতা বলেন, “আমার একটি দেড় বছরের শিশু সন্তান রয়েছে। আমি অসুস্থ। সংবাদ মাধ্যমের কাজ সত্যিটা যাচাই করা। আমি স্পষ্ট বলতে চাই আমি ভুয়ো প্রার্থী নই। আমার বাড়ি বাঁকুড়ায়। ২০১৪ সালের প্রার্থী। লিস্টে আমার নাম রয়েছে। এর সঙ্গে আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রীর কোনও সম্পর্ক নেই। ২০১৪ সালে পরীক্ষা দিয়েছিলাম, পাশ করেছি। কিন্তু, এখনও চাকরি পাইনি।”

Primary TET : টেট পাশ সুজন চক্রবর্তীকে খুঁজে পেল এই সময় ডিজিটাল, ফোনের ঠেলায় অতিষ্ট হাবড়ার শিক্ষকমমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “যে তালিকা পর্ষদের তরফে প্রকাশ করা হয়েছে সেখানে আমার বাবার নামও রয়েছে। পর্ষদের তরফে আমার যাবতীয় তথ্য চাওয়া হয়েছিল। তা আমি দিয়ে দিয়েছি। এখন আমার বয়স ৩২।” প্রাথমিকে চাকরি পাবেন, সেই বিষয়ে আশাবাদী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘আমি অত্যন্ত আশাবাদী যে চাকরি পাব। সেই আশাতেই দিন গুনছি।” একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এই সময় ডিজিটাল-কে জানান, তিনি কোনওভাবেই নিজের ছবি প্রকাশ্যে আনতে চান না। পারিবারিক ও ব্যক্তিগত জীবনের কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *