প্রস্তাবিত বিলে জানানো রয়েছে, কলকাতা, হাওড়া ছাড়া বাকি চার পুরনিগম-বিধাননগর, চন্দননগর, আসানসোল ও শিলিগুড়িতে প্রয়োজন মতো দু’জন ডেপুটি মেয়র নিয়োগ করা যাবে। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম মঙ্গলবার বলেন, ‘কলকাতা ও হাওড়া পুরনিগমের ক্ষেত্রে এই সংশোধনী আইন প্রয়োজ্য হবে না। এই দুই পুরসভার ক্ষেত্রে এই নিয়ম ভবিষ্যতে কার্যকর করতে হলে তখন আলাদা ভাবে আইন সংশোধন করা হবে।’
প্রসঙ্গত, রাজ্যে পুরভোটের পর আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র নিয়োগ করা নিয়ে জটিলতা তৈরি হয়। বর্তমান আইন অনুযায়ী, যে কোনও পুরনিগমে ডেপুটি মেয়র পদ একটিই। আসানসোল পুরনিগমে ভোটের পর ডেপুটি মেয়র পদে দু’জন দাবিদার তৈরি হয়। সিপিএমের ওয়াসিমুল হক তৃণমূলে যোগ দেন। তাঁকে যোগদানের সময়ে ডেপুটি মেয়র করার প্রতিশ্রুতি দেন দলীয় নেতৃত্ব। একই পদের দাবিদার ছিলেন অভিজিৎ ঘটক। তিনি রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের ভাই।
শেষ পর্যন্ত দল সিদ্ধান্ত নেয়, দু’জনকেই ডেপুটি মেয়র করা হবে। তবে আইন বাধা হয়ে দাঁড়ায়। পরিস্থিতি সামাল দিতে পুর ও নগরোন্নয়ন দপ্তর আইন সংশোধনের সিদ্ধান্ত নেয়। প্রস্তাবিত সংশোধনীতে জানানো হয়েছে, পুরনিগমে একাধিক ডেপুটি মেয়র নিয়োগ করা যেতে পারে। কিন্তু তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনখড় বেঁকে বসেন। তাই ওই সংশোধনী বিল আইনে রূপান্তর করা যায়নি। এ বার ওই সংশোধনীকে আবার সংশোধন করে একের বদলে দু’জন ডেপুটি মেয়র করার উদ্যোগ নেওয়া হচ্ছে