Aindrila Sharma: দিনভর ঘুরতে থাকা ঐন্দ্রিলা শর্মার মৃত্যুর খবর সম্পূর্ণ ভুয়ো, জানালেন সব্যসাচী – sabyasachi chowdhury opens up about fake death news of actress aindrila sharma


poulomi.nath | EiSamay.Com | Updated: 17 Nov 2022, 3:22 pm

Embed

কেমন আছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)? কয়েকদিন ধরেই এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সর্বত্র। তবে বুধবার রাতে আচমকাই সোশ্যাল মিডিয়ার হাত ধরে উঠে আসতে ঐন্দ্রিলার মৃত্যুসংবাদ। এই নিয়েই তোলপাড় সোশ্যাল মিডিয়া। এরপরেই মধ্যরাতেই ফেসবুক পোস্ট করেন সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury)। বুধবার মধ্যরাতে তিনি লিখলেন, ‘আর একটু থাকতে দাও ওকে… এ সব লেখার অনেক সময় পাবে।’ রাত ২টো নাগাদ এই পোস্টটি করেন তিনি। একে একে সোশ্য়াল মিডিয়ায় সচ্চার হন অনেকেই। সোশ্যাল মিডিয়ার হাত ধরে একের পর এক পোস্ট উঠে আসতে থাকে সামনে।অনিন্দ্য চট্টোপাধ্যায় (Anindya Chatterjee)একটি পোস্ট করে লেখেন, সৌমিত্র চট্টোপাধ্যায়ের (Soumitra Chatterjee) বেলা দেখেছিলাম, মারা যাবার দু’দিন আগেই ফেসবুক মেরে ফেলেছিল। ওরা মরে না, আসলে আমরাই মরে গিয়েছি অনেক দিন আগে। তিনি ছাড়াও আরও অনেকেই এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করেছেন।এর আগেও ভুয়ো খবর নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন সব্য়সাচী চৌধুরী। সেখানে সব্যসাচী লেখেন। অযথা নেতিবাচক খবর ছড়ানো বন্ধ করুন। তারপরে নিজেই ৭ নভেম্বর ঐন্দ্রিলার শারীরিক অবস্থার আপডেট জানিয়ে একটি পস্ট করেন। গত সোমবারও একটি পোস্ট করে সব্য়সাচী সবাইকে ঐন্দ্রিলার জন্য় প্রার্থনার কথা বলেন। এরপরেই জানা যায় ঐন্দ্রিলার অবস্থা আরও সঙ্কটজনক। তবে লড়াই চালিয়ে যাচ্ছেন ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *