আধিকারিকদের ভুলে রেশনকার্ডে পদবী বদলে বিড়ম্বনা। সেই ঘটনায় প্রবল সমস্যায়। একাধিকবার আপিল করেও কোনও লাভ হয়নি। এক ভুল শুধরালে আরেক ভুল বানানে হাজির রেশন কার্ড। জানা গিয়েছে, বাঁকুড়া-২ ( Bankura News) নম্বর ব্লকের বিকনা গ্রাম পঞ্চায়েতের কেশিয়াকোল গ্রামের শ্রীকান্তি দত্ত রাজ্যের খাদ্য ও সরবরাহ দফতরের তরফে রেশন কার্যের যে প্রতিলিপি পেয়েছেন সেই জায়গায় দত্ত নয়, তার পদবী হয়ে গেছে ‘কুত্তা’। আর এই ঘটনায় যথেষ্ট বিব্রত ও অসম্মানিত তিনি। তাই এমন ভুলের প্রতিবাদে অভিনব পন্থা নিলে নিলেন শ্রীকান্তি। জয়েন্ট বি.ডি.ও পরিদর্শনে এলে কুকুরের মতো ঘেউ ঘেউ করে তিনি ‘প্রতিবাদ’ জানিয়েছেন।
ঘটনার বিবরণ দিতে গিয়ে শ্রীকান্ত দত্ত নামে ঐ ব্যক্তি বলেন, ”রেশন কার্ডের জন্য আবেদন করেছিলাম, প্রথম পর্যায়ে যখন রেশন কার্ড হাতে পাই তখন দেখি আমি শ্রীকান্ত দত্ত হয়ে গেলাম শ্রীকান্ত মণ্ডল। সংশোধনের আবেদন করে আমি হয়ে গেলাম শ্রীকান্ত কুমার দত্ত।”
ফের দুয়ারে সরকার ক্যাম্প শুরু হতেই অভিনব উপায়ে গিয়ে সংশোধনের আবেদন করলেন শ্রীকান্ত। দৃষ্টি আকর্ষণ করত শ্রীকান্তি কুমার কুত্তা প্রতিবারে কুকুরের ডাক ডাকেন। দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে জয়েন্ট বি.ডি.ও কে হাতের কাছে পেয়ে, ‘দত্ত কী করে কুত্তা হয়’- এই প্রশ্ন তাঁর কাছে রাখলেও তিনি কোন উত্তর না দিয়ে এলাকা ছাড়েন বলে শ্রীকান্ত বাবুর দাবি ।এই ঘটনায় যথেষ্ট ক্ষুব্ধ শ্রীকান্ত দত্তের মা হীরা দত্ত। তাঁদের ‘সামাজিক ‘সম্মানহানি’ হয়েছে দাবি করে তাঁর অভিযোগ, গুরুত্বপূর্ণ কাজে ‘চুক্তিভিত্তিক আর অশিক্ষিত’ কর্মী নিয়োগের ফলেই এই ঘটনা ঘটছে। আর যার ফল ভোগ করতে হচ্ছে তাঁদের মতো সাধারণ মানুষকে। দোকান করে ছেলে সংসার চালায়, আর এই ঘটনায় শতগুণ সম্মাণহানি হয়েছে বলে তাঁর অভিযোগ।
পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে।