Haldia Port : ফের শ্রমিক অসন্তোষ! পুনরায় কাজ বন্ধ হলদিয়া বন্দরে – haldia port goods carrying work stopped again for problem between two contractors


West Bengal News ফের সমস্যা হলদিয়া বন্দরে (Haldia Port)। ১৩ নম্বর বার্থের পর বৃহস্পতিবার বন্ধ রইল ৯ নম্বর বার্থের মাল খালাসির কাজ। দুই ঠিকাদার এজেন্সির গণ্ডগোলের জেরে আটকে গেল হলদিয়া বন্দরের কাজ । ৯ নম্বর বার্থে কাজের বরাত পেয়েছিল ফাইভ স্টার গ্রুপ অফ কোম্পানি। তবে মাল ওঠানামার বিষয়ে সিগন্যাল ম্যান, অপারেটর নিয়ে সমস্যা তৈরি হয় দুই সংস্থার মধ্যে। সে কারণে ফের বন্ধ হয় কাজ।

Haldia Port : শ্রমিক অসন্তোষে বন্ধ হলদিয়া বন্দরের কাজ! বিপুল টাকা ক্ষতির সম্ভাবনা
ফাইভ স্টার গ্রুপ অফ কোম্পানির অভিযোগ, তাঁদের কাছে বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও কাজের সমস্যা করছেন রিপ্লে অ্যান্ড অ্যারো কোম্পানি। ফাইভ স্টার গ্রুপ অফ কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর আশরাফ আলি অভিযোগ করেন , যে আমরা দীর্ঘদিন কাজ করে আসছি। কাজের টেন্ডার রয়েছে। তা সত্ত্বেও বন্দর কর্তৃপক্ষের মুষ্টিমেয় কয়েকজনের মদতে কাজের ব্যাঘাত সৃষ্টি করচ্ছে। হলদিয়ার মানুষ হিসেবে খুবই খারাপ দিন ঘনিয়ে আসছে। বিভিন্ন জায়গায় এই বার্তাই যাচ্ছে যে হলদিয়া শ্রমিকরা কাজ করতে চাইছে না। তার জন্য জাহাজ দাঁড়িয়ে রয়েছে।

Bankura News : কাটল জমিজট, রানিগঞ্জের গাইঘাটায় নতুন সেতু নির্মাণ!
তাঁদের সরাসরি অভিযোগ, কর্তৃপক্ষের মদতে রিপ্লে কোম্পানি এই কাজের ব্যাঘাত সৃষ্টি করছে। কিছুদিন আগেই বন্দরের প্রশাসনিক ভবনে বৈঠক হয়। সেখানে বন্দর কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছেন, জাহাজের কাজ করবে ফাইভ স্টার গ্রুপ অফ কোম্পানি। কিন্তু কেন রিপ্লে অ্যান্ড অ্যারো কোম্পানি কাজের বাধা সৃষ্টি করেছে, তা জানা নেই। তাঁদের সঙ্গে আলোচনা করে শীঘ্রই কাজ শুরু হবে বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষ। শ্রমিক সংগঠনগুলিরও দাবি, বন্দর কর্তৃপক্ষ হস্তক্ষেপে এই সমস্যার মিটিয়ে স্বাভাবিক কাজকর্ম চালু হোক। বন্দর কর্তৃপক্ষ বিষয়টিতে যত দ্রুত সম্ভব নজর দিক।

Asansol News : জামুড়িয়া শিল্পতালুকে তুমুল অশান্তি,ইট-পাটকেল পুলিশের লাঠিচার্জ ঘিরে রনক্ষেত্র পরিস্থিতি
প্রসঙ্গত, গত ১৩ নভেম্বর এই দুই ঠিকাদারি সংস্থার সমস্যার কারণে বন্ধ থাকে ১৩ নম্বর বার্থের কাজ। কয়েক লাখ টাকার ক্ষতির সম্ভাবনা বন্দরের। হলদিয়া বন্দরের (Haldia Port) ১২ তারিখ রাত থেকে দাঁড়িয়ে থাকে ম্যাঙ্গানিজ ভর্তি জাহাজ। তবে শিল্পশহর হলদিয়ায় দীর্ঘ সময় ধরে কাজ বন্ধ থাকায় শ্রমিকরা বেসামাল হয়ে পড়ছেন। বারবার দুই গোষ্ঠীর মধ্যে অসন্তোষ কখন মিটবে, সে নিয়ে সকলেই দ্বন্দ্বে রয়েছেন। হলদিয়া বন্দরের দুই ঠিকাদারদের কব্জির লড়াইয়ে বারবার আটকে যাচ্ছে কাজ। দীর্ঘ সময় জাহাজ দাঁড়িয়ে থাকছে বন্দরে। ইতিমধ্যেই শ্রমিকদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। লাখ লাখ টাকার লোকসান হচ্ছে বন্দরের। যত দ্রুত সম্ভব সমস্যা মেটানোর আশায় শ্রমিকরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *