Howrah News : হাওড়ায় নকল জর্দা কারখানার হদিশ, রাজ্যের বিভিন্ন জায়গায় পৌঁছে যেত নামী ব্র্যান্ডের পান-মশলা – three person arrested by enforcement branch from howrah for making fake tobacco


West Bengal News নকল জর্দা তৈরির কারখানার হদিশ মিলল হাওড়ায় (Howrah)। বিপুল পরিমাণ নকল জর্দা, জর্দা তৈরির কাঁচামাল সহ গ্রেফতার তিন। ধৃতদের নাম জিতেন্দ্র যাদব, দীনেশ মৌর্য এবং শুভম পাঠক। দীর্ঘদিন ধরে নামী ব্র্যান্ডের লোগো, স্টিকার লাগিয়ে এরা নকল জর্দা (Fake Tobacco) তৈরির কাজ করতো বলে অভিযোগ। ধৃতদের আজ হাওড়া আদালতে (Howrah Court) তোলা হবে।

Baharampur News : বেগুন বোঝাই গাড়ির আড়ালে ছিল বেআইনি সামগ্রী! ধৃত ২
পুলিশ সূত্রে খবর, বুধবার হাওড়ারগোলাবাড়ি থানা (Golabari Police Station) এলাকায় নকল জর্দা তৈরির একটি কারখানায় হানা দেয় এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। গ্রেফতার করা হয় তিনজনকে। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে গোলাবাড়ি থানার অন্তর্গত পিলখানা সেকেন্ড বাই লেনের একটি বাড়িতে হানা দেয় এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। ওই কারখানায় নামী ব্র্যান্ডের নকল করে নানা রকম জর্দা তৈরি হত। পুলিশ ওই কারখানা থেকে দুটি প্যাকেজিং মেশিন, প্রচুর পরিমাণে জর্দার কাঁচামাল, পাউচ এবং তৈরি মাল উদ্ধার করে। ওইখানে তৈরি নকল জর্দা হাওড়া ও কলকাতা ছাড়াও বিভিন্ন জেলায় পাঠানো হত। এই ঘটনায় পুলিশ জিতেন্দ্র যাদব, দীনেশ মৌর্য এবং শুভম পাঠক নামে তিনজনকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে প্রতারণা এবং নকল মাল তৈরি সহ একাধিক ধারায় পুলিশ মামলা শুরু করেছে। ধৃতদের আজ হাওড়া আদালতে (Howrah Court) তোলা হয়। কতদিন ধরে এই কারখানা চলছিল, নকল জর্দা কোথা থেকে বাজারে চালান করা হত, এসব নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার সঙ্গে আর কারা যুক্ত আছে, তাও খতিয়ে দেখছে পুলিশ।

Hooghly News : ভুয়ো IAS, IPS-র পর এবার RBI অফিসার, পুলিশের জালে ৫ প্রতারক
পুলিশ সূত্রে খবর, বছর দুয়েক আগেও বাজারে নকল জর্দা ছড়িয়ে যাওয়ার ব্যাপারে খবর আসে পুলিশের কাছে। সেই সময়েও মালদা থেকে একটি নকল জর্দা তৈরির চক্র ধরা হয়েছিল। এরপর শেষ কয়েক মাসে ফের হাওড়া, কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় নামি ব্র্যান্ডের ছাপ দিয়ে নকল জর্দা বিক্রি হওয়ার খবর আসে পুলিশের কাছে। নামী ব্র্যান্ডের পক্ষ থেকেই বিষয়টি ধরতে পেরে পুলিশের কাছে অভিযোগ জানান হয়। এরপরেই গোপন সূত্রে কোথাও এই ধরণের জর্দা তৈরি হচ্ছে সে সম্বন্ধে খোঁজ আসে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের কাছে। নির্দিষ্ট খবরের ভিত্তিতে বুধবার হাওড়ায় ওই নকল জর্দা তৈরির কারখানা হানা দেওয়া হয়।

Siliguri News: জঙ্গলের মধ্যে হ্যান্ড গ্রেনেড! আতঙ্ক শিলিগুড়ির মোহরগাঁও চা বাগানে
প্রসঙ্গত, বছর দুয়েক আগেও মালদায় বিপুল পরিমাণ নকল জর্দা-সহ গ্রেফতার করা হয় একজনকে। ঘটনাটি ঘটে মোথাবাড়ি থানার গঙ্গাপ্রসাদ অঞ্চলের বটতলা এলাকায়। ধৃতের নাম ইউসুফ শেখ(২২)। অভিযোগ, বেশ কিছুদিন ধরেই এলাকায় জর্দা কোম্পানি চালাচ্ছিল অভিযুক্ত। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় মোথাবাড়ি পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *