Kantara : বক্স অফিসে সাফল্য, এবার 0TT-তেও দেখা যাবে ‘কানতারা’


Kantara, Rishab Shetty, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো :  ২০২২-এর অন্যতম আলোচিত ছবি। ‘কানতারা’ মুক্তির সঙ্গেই ছবিটি গোটা দেশে সাড়া ফেলে দিয়েছে। কন্নড় ভাষায় ছবির সাফল্যের পর নির্মাতারা ছবিটি হিন্দি সহ একাধিক ভাষায় মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এবার ‘কানতারা’ দেখা যাবে 0TT-র পর্দাতেও। প্রথমে শোনা যাচ্ছিল, ৪ নভেম্বর আমাজন প্রাইমে মুক্তি পাবে ‘কানতারা’, তবে এখন নির্মাতারা জানাচ্ছেন, এখনই ‘কানতারা’কে 0TT-তে মুক্তি দেওয়ার দিন ঠিক হয়নি।  

সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, ‘কানতারা’ আগামী সপ্তাহে 0TT-র পর্দায় মুক্তি পাবে। খুব সম্ভবত, ছবিটি ২৪ নভেম্বর মুক্তি পাবে বলে শোনা যাচ্ছে। যদিও এখনও নির্মাতারা অফিসিয়ালি কিছুই জানাননি। এদিকে ‘কানতারা’য় অভিনয়ের পর ঋষভ শেট্টি এখন সুপারস্টার। অভিনয়ের পাশাপাশি ‘কানতারা’র গল্প লিখেছেন এবং পরিচালনাও করেছেন তিনি। বক্স অফিস রিপোর্ট অনুসারে সারা পৃথিবীতে ২০০ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। ছবির হিন্দি ভার্সন ব্যবসা করেছে ৬২ কোটি। দক্ষিণী অন্যান্য তারকাদের মতো তিনিও কী নাম লেখাবেন বলিউডে? সম্প্রতি এমন প্রশ্নের মুখোমুখি হন ঋষভ। এই প্রশ্নের উত্তরে অভিনেতা বলেন, ‘আমি কন্নড় ছবিই করতে চাই। আমি একজন গর্বিত কন্নড়। কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য, এখানকার মানুষের জন্য আজ আমি এখানে। একটা সিনেমা হিট করল বলে আমি আমার পরিবার বা বন্ধুদের ছেড়ে যাব না।’

আরও পড়ুন- লন্ডনে সৌরভ-ডোনার সঙ্গে সময় কাটালেন তৃণমূল বিধায়ক সোহম…

আরও পড়ুন-খোলামেলা পোশাকে অপ্রস্তুত! ‘উর্ফির মা নাকি’, কটাক্ষের মুখে এলি

তবে শুধু বক্স অফিস নয়, IMDB-র রেটিংয়ে KGF-2, RRR-কেও ছাপিয়ে গেল ঋষভ শেঠির ‘কানতারা’।  IMDB-র বিচারে ১০-এর মধ্যে ৮ পেয়েছিল রাজামৌলির RRR। অন্যদিকে যশ-এর KGF-2 পেয়েছিল ৮.৪। তবে ঋষভ শেঠির ‘কানতারা’ পেয়েছে ১০-এর মধ্যে ৯.৫। ‘কানাতারা’ দেখে প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন রজনীকান্ত নিজেও। তাঁর কথায়, ‘অজানা, অথচ জানার থেকেও বেশি। কানতারা-র থেকে ভালো দেশি ছবি কেউ বানাতে পেরেছেন বলে মনে হয় না। ছবিটা দেখে গায়ে কাঁটা দিয়েছে। লেখক, পরিচালক, অভিনেতা হিসাবে ঋষভ সকলকে ছাপিয়ে গিয়েছেন। ভারতীয় ছবিতে এধরনের মাস্টারপিস বানানোর জন্য ছবির সমস্ত কলাকুশলীকে ধন্যবাদ।’

ঋষভ শেঠির ‘কানতারা’ দেখে প্রশংসায় পঞ্চমুখ প্রভাস থেকে ধনুশ। একবার নয় দু’বার ছবিটি দেখে ফেলেছেন প্রভাস। লিখেছেন, ‘দ্বিতীয়বার কানতারা দেখলাম। অসাধারণ অভিজ্ঞতা।। ছবি কনসেপ্ট দারুণ, ক্লাইম্যাক্সও রোমাঞ্চকর। প্রেক্ষাগৃহে দেখার মতোই ছবি এটি।’ রানা দগ্গুবাতি লিখেছিলেন, ঘরের তৈরি ঋষভ শেঠি কন্নড় ছবি আগুন ধরিয়ে দিয়েছে। কানতারা ছবিটি সত্যিই অসাধারণ। ছবিতে যাঁরাই রয়েছেন, সকলের জন্যই শুভেচ্ছা রইল। ঋষভ শেঠি সত্যিই অনুপ্রেরণা দেওয়ার মতোই ছবি বানিয়েছেন।’ ‘কানতারা’ মুক্তি পেয়েছে গত ৩০ সেপ্টেম্বর। এটি একটি পৌরাণিক গল্প নির্ভর ছবি। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *