গঙ্গা ভাঙন নিয়ে ফের একবার প্রধানমন্ত্রীকে চিঠি বাংলার মুখ্যমন্ত্রীর। আর এই ভাঙনের জেরে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলার মালদা, মুর্শিদাবাদ এবং নদীয়া জেলা। গত ২১ ফেব্রুয়ারি এই মর্মে সাহায্যে চেয়ে নরেন্দ্র মোদীর দ্বারস্থ হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সে কথা স্মরণ করিয়ে বৃহস্পতিবার ফের একবার প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানালেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, কী ভাবে এই গঙ্গা-পদ্মার এই ভাঙনের জেরে তলিয়ে যাচ্ছে চাষের জমি। ফলে মাথা গোঁজার ঠাঁই হারাচ্ছেন এই তিন জেলার মানুষ। ভয়াবহ সমস্যার মুখোমুখি দাঁড়িয়ে রয়েছেন তারা। তাই এই ভাঙন রুখতে গঙ্গা অ্যাকশন প্ল্যান নিয়ে অবিলম্বে পদক্ষেপ গ্রহণের আর্জি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। Mamata Banerjee: ‘আই ওয়ান্ট অ্যাকশন’, কৃষ্ণনগরের সার্কিট হাউজের কাজ নিয়ে আধিকারিকদের জোর ধমক মুখ্যমন্ত্রীর
চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, নদী গর্ভে তলিয়ে যাচ্ছে মালদা, মুর্শিদাবা এবং নদিয়া জেলার চাষের জমি। তাঁর অভিযোগ, দু’দশক ধরে এই যন্ত্রণা ভোগ করছে সাধারণ মানুষ। এর আগে লেখা চিঠিতেও তিনি দাবি করেছিলেন, নদী ভাঙন রুখতে ফরাক্কা কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। ফরাক্কা ব্যারেজ নির্মাণের প্রভাব পড়েছে নদীর গতিপথে। যার জেরেই এই সমস্যা তৈরি হয়েছে। আর এই সমস্যার অবিলম্বে সমাধান চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, গঙ্গা ভাঙন রুখতে সংশ্লিষ্ট মন্ত্রক বিস্তারিত পর্যবেক্ষণ করুক। পশ্চিমবঙ্গ ও বিহার সরকার এবং গঙ্গা ফুড কন্ট্রোল কমিশনকেও এই সমীক্ষায় ক্ষেত্রে অন্তর্ভূক্ত করা হোক। পাশাপাশি এই সমীক্ষার জন্য নির্দিষ্ট বাজেটের ভিত্তিতে ফান্ড ধার্য করতেও অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী।