Supriya Murder Case : খুনের পর ন্যাড়া হয়েছিল ‘প্রেমিক’ প্রবাল, রায়গঞ্জের বধূ হত্যা মামলায় চাঞ্চল্যকর তথ্য – supriya dutta raiganj case prime suspect is allegedly change look after crime


Produced by Tuhina Mondal | EiSamay.Com | Updated: 17 Nov 2022, 5:35 pm

Supriya Dutta Case রায়গঞ্জের বধূ সুপ্রিয়া দত্ত হত্যা মামলায় এবার নয়া মোড়। জানা গিয়েছে, পুলিশের চোখে ধুলো দিতে ন্যাড়া হয়েছিল মূল অভিযুক্ত। রইল বিস্তারিত…

 

supriya dutta raiganj
ঠিক কী জানাচ্ছে পুলিশ?

হাইলাইটস

  • রায়গঞ্জের গৃহবধূ সুপ্রিয়া দত্ত হত্যা মামলাায় নয়া মোড়।
  • বুধবারই এই ঘটনায় প্রবাল সরকার নামক এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল পুলিশ।
  • ধৃতকে দশ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
West Bengal News: রায়গঞ্জের গৃহবধূ সুপ্রিয়া দত্ত হত্যা মামলাায় নয়া মোড়। বুধবারই এই ঘটনায় প্রবাল সরকার নামক এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল পুলিশ। এই ঘটনায় সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। গত ১১ নভেম্বর শুক্রবার রায়গঞ্জে রবীন্দ্রপল্লিতে বাড়ির মধ্যেই নৃশংস ভাবে খুন হন সুপ্রিয়া দত্ত। পুলিশ সূত্রে খবর, সেই সময় তাঁর স্বামী ও সন্তান বাড়িতে উপস্থিত ছিলেন না। গলার নলি কেটে খুন করা হয় তাঁকে। সন্ধ্যা নাগাদ খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। জনবহুল এলাকায় এভাবে খুনের ঘটনায় অবাক হন তদন্তকারীরাও। সুপ্রিয়া হত্যা রহস্যের উন্মোচনে পুলিশের কুকুর ব্যবহার করা হয়। তদন্তে নেমে একটি CCTV ফুটেজ হাতে পেয়েছিল পুলিশ। যেখানে দেখা যায় রবীন্দ্রপল্লির গলি থেকে খুনের কিছুক্ষণের মধ্যেই মাস্ক ও টুপি এক সন্দেহভাজন বেরোচ্ছেন। সেই ফুটজের সূত্র ধরে তদন্তে নামে পুলিশ। এরপরেই সুপ্রিয়া খুনে উঠে আসে তৃতীয় কোনও ব্যক্তির উপস্থিতি তত্ত্ব।

Raiganj Murder Case: পরকীয়ার জেরেই খুন? রায়গঞ্জ হত্যাকাণ্ডে ধৃতকে জেরায় চাঞ্চল্যকর তথ্য
পরকীয়ার করুণ পরিণতি! সুপ্রিয়া হত্যার নেপথ্যে কী রহস্য?
তদন্তের পর পুলিশের প্রাথমিক অনুমান প্রবাল সরকারের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন সুপ্রিয়া। এই বিষয়টি আরও স্পষ্ট হতেই তৎপরতার সঙ্গে ময়দানে নামে পুলিশ। জানা গিয়েছে, পুলিশের হাত থেকে বাঁচতে নিজের রূপ বদলাতে শুরু করে ওই ব্যক্তি। ন্যাড়া হয়ে যায় সে। কামিয়ে ফেলে দাড়িও। কিন্তু শেষরক্ষা হয়নি। বুধবার পুলিশের হাতে ধরা পড়ে প্রবাল। বুধবার তাঁকে আলিপুরদুয়ারের ফালাকাটার একটি হোটেল থেকে গ্রেফতার করা হয়। রাতেই তাকে সড়কপথে রায়গঞ্জ থানায় নিয়ে আসা হয়। থানায় ঢোকার পথে সংবাদমাধ্যমের সামনে কোনও কথাই বলেনি অভিযুক্ত। বৃহস্পতিবার সকালে এই বিষয়ে সাংবাদিক বৈঠক করেন রায়গঞ্জ পুলিশ জেলার ডিএসপি হেডকোয়ার্টার রিপন বল।

Raiganj Murder Case : সুপ্রিয়া খুনের ঘটনায় অধরা মূল অভিযুক্ত, আতঙ্কে গৃহবন্দি স্থানীয়রা
অভিযুক্ত প্রবাল সরকারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর জানা গিয়েছে, সুপ্রিয়ার সঙ্গে তার সম্পর্ক ছিল। পুলিশের তরফে আরও জানানো হয়, প্রবালের থেকে ২টি মোবাইল, একটি বাইক উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া ফোন মৃত সুপ্রিয়া দত্তের, জানা গিয়েছে এমনটাই। বৃহস্পতিবার দুপুরে ধৃতকে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করা হয়। তার বিরুদ্ধে আইপিসির ৩০২ ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ধৃতকে দশ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু খুনের প্রকৃত কারণ কি? সম্পর্কের টানাপোড়েনের জেরেই খুন নাকি নেপথ্যে রয়েছে অন্য কারণ? তা নিয়ে এখনও ধোঁয়াশা অব্যাহত। আর এই রহস্য উন্মোচনেই অভিযুক্তকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে পুলিশ।

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *