Calcutta High Court : শুভেন্দু অধিকারীর কাঁথির বাড়ির সামনে জমায়েত নিয়ে কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের। আদালতের নির্দেশ, বিরোধী দলনেতার বাড়ির সামনে কোনও জমায়েত করা যাবে না।

হাইলাইটস
- বেশি ভালোবাসা ভালো নয়। বেশি ভালোবাসায় মধুমেহ হতে পারে–শুভেন্দু অধিকারীর কাঁথির বাড়ির সামনে জমায়েত নিয়ে মন্তব্য কলকাতা হাইকোর্টের।
- মামলায় বুধবার আদালতের নির্দেশ, বিরোধী দলনেতার বাড়ির সামনে কোনও জমায়েত করা যাবে না।
- শুভেন্দুর বক্তব্য, ‘আমার বাড়ির সামনে সমাজবিরোধীদের দৌরাত্ম্য রোধে মহামান্য হাইকোর্টের নির্দেশে আমি কৃতজ্ঞ।’
এই মামলায় বুধবার আদালতের নির্দেশ, বিরোধী দলনেতার বাড়ির সামনে কোনও জমায়েত করা যাবে না। পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার ও কাঁথি থানাকে সুনিশ্চিত করতে হবে, যাতে কোনও জমায়েত না হয়। শুভেন্দুর তরফে আইনজীবী সৌম্য মজুমদার জানান, গেটওয়েল সুন কর্মসূচির নাম করে ১৪ অক্টোবর থেকে জমায়েত হচ্ছে বাড়ির সামনে। তার ভিডিয়ো ফুটেজও আছে। থানার আইসি রয়েছেন জমায়েতের সামনে। ক্রমাগত অশ্লীল ভাষা ব্যবহার করা হচ্ছে জমায়েত থেকে। তাতেই আদালতের মন্তব্য, সুস্থতা কামনা করে জমায়েত ভালোবাসা হতে পারে। তবে বেশি ভালোবাসা ভালো নয়। রাজ্যকে আদালতের পরামর্শ, এত ভালোবাসা একটু সামলাতে বলুন। বেশি ভালোবাসায় মধুমেহ হতে পারে। রাজ্য জানায়, এই মামলায় তারা হলফনামা দেবে। লাগাতার জমায়েত নয় এটা। শুক্রবার মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা।
আদালতের নির্দেশের প্রেক্ষিতে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের প্রতিক্রিয়া, ‘আমরা মহামান্য আদালতের রায়ের উপরে কোনও কথা বলব না। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে জমায়েত-বিক্ষোভ হবে, রাস্তায় শুয়ে পড়া হবে, হাজরা মোড় থেকে হঠাৎ কালীঘাটের দিকে গিয়ে বিক্ষোভ হবে–এর পিছনে কাদের প্ররোচনা আছে–সেটাও দেখা হোক। কাঁথিতে তো কোনও প্ররোচনা ছিল না। ওখানে শুধু গোলাপ ফুল নিয়ে ওঁর আরোগ্য কামনা করা হয়েছিল।’ অন্য দিকে শুভেন্দুর বক্তব্য, ‘আমার বাড়ির সামনে সমাজবিরোধীদের দৌরাত্ম্য রোধে মহামান্য হাইকোর্টের নির্দেশে আমি কৃতজ্ঞ।’
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ