খেমাশুলি যাওয়ার পথে তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা রাস্তার পাশে প্ল্যাকার্ড হাতে থালা বাজিয়ে শুভেন্দু অধিকারীর বিরোধিতায় সামিল হলেন৷ তাঁদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা, “লোডশেডিং MLA শুভেন্দু অধিকারীর দ্রুত মানসিক সুস্থতা কামনা করি৷” আরও লেখা ছিল, “ভারত জ্বালাও পার্টির নেতা গদ্দার অধিকারীকে আয়াংশ এর তরফ থেকে জানাই ক্যাডবেরি শুভেচ্ছা৷” শুভেন্দু অধিকারীর কনভয় লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগান দেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা।
প্রসঙ্গত, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ছেলের জন্মদিন পালন নিয়ে কটাক্ষ করে টুইট করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)৷ সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করলেও, তিনি লিখেছিলেন, “আজ তাজ বেঙ্গলে মহোৎসবের আয়োজন হয়েছে। কয়লা ভাইপোর ছেলের জন্মদিন। তার জন্য জোরদার নিরাপত্তা ব্যবস্থা। ৫০০-র বেশি পুলিশকর্মী, বম্ব স্কোয়াড এবং ডগ স্কোয়াডকে পাহারা দেওয়ার জন্য রাখা হয়েছে। দরজায় ধাতব পদার্থ শনাক্তকরণের প্রযুক্তিও বসানো হয়েছে।” BJP-তে যোগ দেওয়ার পর থেকে একাধিকবার অভিষেককে নিশানা করেছেন একদা তৃণমূল কংগ্রেসের এই সৈনিক৷ শুভেন্দু অধিকারী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারংবারই ‘ভাইপো’ বলেই সম্বোধন করেছেন৷ ফলে এই টুইটের পরই ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করা হয়েছে বলেই মনে করেন রাজনীতির কারবারিরা৷ তবে এবার শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছেলের জন্মদিন নিয়ে কটাক্ষ করেন, আর যা নিয়ে শুভেন্দু অধিকারীর বিরোধিতায় মাঠে নেমেছে শাসক শিবির৷
এদিন খড়গপুরে সেই প্রতিবাদেরই একটি ঝলক চোখে পড়ে৷ পশ্চিম মেদিনীপুরের জেলা তৃণমূল ছাত্র পরিষদের সেক্রেটারি রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “বাংলার রাজনীতিতে বিরোধী দলনেতা যে ভাষা ব্যবহার করছেন, তার প্রতিবাদে এবং তাঁর মানসিক সুস্থতা কামনা করে আমরা ‘গেট ওয়েল সুন’ নামক কর্মসূচি নিয়েছি৷ সাংসদ তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা এই কর্মসূচি গ্রহণ করেছি৷”