Virat Kohli: অনুষ্কার প্রতি ভালোবাসা ফুটে উঠলো এবার বিরাট এর পোশাকে – virat kohli showed his love for anushka sharma by wearing a sweatshirt


poulomi.nath | EiSamay.Com | Updated: 17 Nov 2022, 3:09 pm

Embed

মুম্বই বিমানবন্দরে আমাদের ক্য়ামেরাবন্দি বিরুষ্কা (Virushka)জুটি। একই রঙের পোশাকে এদিন দেখা গিয়েছে দম্পতিকে। তবে চমকটা ছিল অন্য় জায়গায়। বিরাটের টি-শার্টে (T-Shirt)দেখা গিয়েছে একটি হৃদয় চিহ্ন আর তার ঠিক নীচেই লেখা অনুষ্কার নামের আদ্যক্ষর ইংরেজি ‘A’। হাতে হাত রেখে দেখা গিয়েছে তারকা দম্পতিকে। বিরাট এবং অনুষ্কার এই ভিডিয়ো প্রকাশ্য়ে আসতেই তা ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। বিশ্বকাপ (World Cup)সেমিফাইনালে ভারতের হারের পর ভেঙে পড়তে দেখা গিয়েছিল বিরাট কোহলিকে (Virat Kohli)। তবে এবার প্রথম থেকেই ফর্মে ছিলেন বিরাট। ভারত ট্রফি জিততে না পারলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে নজরকাড়া পারফরম্যান্স ছিল কোহলির। তবে শেষ রক্ষা না হওয়ায় ভেঙে পড়েন তিনি। সহধর্মিনী অনুষ্কা (Anushka Sharma)যে সব সময়েই পাশে আছেন তাঁর যেকোনও ক্ষতয় মলম লাগাতে, তাঁদের এই ভিডিও যেন তেমনটাই বলছে। বিরাটের সব যন্ত্রণা যেন এক নিমেষে ভুলিয়ে দিয়েছেন অনুষ্কা। হাসি মুখেই এদিন দেখা গিয়েছে দুজনকে।শুধু যে পোশাকেই ভালোবাসার প্রতিফলন দেখা গিয়েছে তা একেবারেই নয়, হাত ধরে হাসি মুখে দেখা গিয়েছে দু’জনকে। চিত্র সাংবাদিকদের কথা রাখতে হাত ধরে পোজও দিতে দেখা গিয়েছে দু’জনকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *