Anubarta Mondal : আরও বিপদে অনুব্রত! শুক্রবারই ইডি ‘সৌজন্যে’ দিল্লিতে কেষ্ট – ed might take anubrata mandal to delhi


Anubrata Mondal In Delhi : অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) দিল্লি নিয়ে যাওয়া এখন শুধুই সময়ের অপেক্ষা। আর কেষ্টর দিল্লি যাওয়ার আগে শুক্রবার আসানসোল সংশোধনাগারে পৌঁছেছিল তাঁর আইনজীবীরা। সেখানে প্রায় এক ঘণ্টা ছিলেন তাঁরা।

 

হাইলাইটস

  • আসানসোল সংশোধনাগার ছেড়ে এবার দিল্লির পথে অনুব্রত মণ্ডল
  • অনুব্রতকে দিল্লিতে নিয়ে যাবেন ইডি আধিকারিকরা
  • কেষ্টর দিল্লি যাওয়ার আগে আসানসোল সংশোধনাগারে পৌঁছেছিলেন তাঁর আইনজীবীরা
West Bengal News : অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) দিল্লি নিয়ে যাওয়া এখন শুধুই সময়ের অপেক্ষা। দিল্লির (Delhi) বিশেষ আদালতে ইতিমধ্যেই ইডির (Enforcement Directorate) পক্ষ থেকে আবেদন করা হয়েছে, অনুব্রত মণ্ডলকে তারা দিল্লিতে নিয়ে গিয়ে সেখানে নিজেদের হেফাজতে রেখে জেরা করতে চায়। তবু এরই মাঝে শুক্রবার আসানসোল সংশোধনাগারে পৌঁছেছিল অনুব্রত মণ্ডলের আইনজীবীরা। প্রায় এক ঘণ্টা ধরে ভিতরে ছিলেন তাঁরা। সেখানে তাঁদের কী কী আলোচনা হয়েছে তা অবশ্য এখনও পর্যন্ত জানা যায়নি। যদিও রাজনৈতিক মহলের একাংশের অনুমান,অনুব্রতকে আইনি পরামর্শ দেওয়ার জন্যই সেখানে গিয়েছিলেন তাঁরা। Anubrata Mondal: ‘অ্যারেস্ট মেমো’তে সই নয় কেষ্টর! ওয়ারেন্ট আনতে দিল্লিতে দৌড় ইডি-এর
অনুব্রতর গ্রেফতারি
বৃহস্পতিবার আসানসোল সংশোধনাগারে অনুব্রত মণ্ডলকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) গ্রেফতার করে। তারপর থেকেই অনুমান করা হয়েছিল যে তাঁর দেহরক্ষী সায়গল হোসেনের মতো তাঁকে দিল্লিতে নিয়ে যেতে পারে ইডি। এদিকে বৃহস্পতিবার আসানসোল সংশোধনাগারে গিয়ে ইডির তদন্তকারী অফিসাররা অনুব্রত মণ্ডলকে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে জেরা করেছিলেন। কিন্তু, তাঁদের অভিযোগ অনুব্রত মণ্ডল তদন্তে তেমন সহযোগিতা করেননি। বরঞ্চ আধিকারিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি বিভ্রান্তিমূলক উত্তর দিয়েছেন। আর এরপর তাঁকে গ্রেফতার করে দিল্লিতে নিয়ে গিয়ে নিজেদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করতে চাইছে ইডি। কিন্তু, ইডি সূত্রে দাবি, ‘অ্যারেস্ট মেমো’-তে সই করেননি তৃণমূলের এই দাপুটে নেতা। এতেই সমস্যায় পড়েন ইডি আধিকারিকরা। Anubrata Mondal: দিল্লি নিয়ে যাওয়ার প্রস্তুতি? এবার ইডি-এর হাতে গ্রেফতার অনুব্রত
অ্যারেস্ট মেমোতে অনুব্রতর সই
জানা গিয়েছে, গোরুপাচার মামলায় (Cattle Smuggling Case) অভিযুক্ত অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) অ্যারেস্ট মেমোতে সাক্ষর না করায় তাঁকে কোর্টে পেশের জন্য দরকার ওয়ারেন্ট। সেই ওয়ারেন্ট আনতে ইডি আধিকারিকরা দিল্লির দ্বারস্থ হয়েছিলেন। দিল্লিতে ইডি হেড অফিস থেকে কোর্টে নিয়ে যাওয়ার ওয়ারেন্ট জারি করা হলেই তবেই অনুব্রতকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আর্জি জানাতে পারবে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট-এর আধিকারিকরা। সেই মতো দিল্লির বিশেষ আদালতে আবেদন করা হয়েছিল। সেখানে তাঁকে দিল্লি নিয়ে যাওয়ার জন্য অনুমতি দিয়েছে আদালত। পরবর্তী শুনানির দিন ঠিক করা হয়েছে মঙ্গলবার। Anubrata Mondal : সুপ্রিম কোর্টে ধাক্কা অনুব্রত মণ্ডলের, এবার দিল্লি নিয়ে গিয়ে জেরা?
কেষ্টর দিল্লি যাওয়ার অনুমতি
এদিকে রাজনৈতিক মহলের একাংশের মতে, অনুব্রত মণ্ডলের আইনজীবীরা বুঝে গিয়েছেন যে কেষ্টর এবার দিল্লি যাত্রা নিশ্চিত। আর সেই কারণেই তাঁরা আসানসোল সংশোধনাগারে গিয়েছিলেন। অনুব্রতকে বিভিন্ন আইনে পরামর্শ দিয়ে গিয়েছেন যে তাঁকে কী বলতে হবে, কোন কোন কাগজে তিনি সই করবেন, কোন কোন কাগজে তিনি সই করবেন না। এই সব বিষয়ে কেষ্টকে পরামর্শ দিয়েছেন তাঁরা। যদিও এনিয়ে সংবাদমাধ্যমের সামনে কোনও মন্তব্য করতে চাননি অনুব্রত।

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *