Balurghat News : পরকীয়া জেনে যাওয়াতেই খুন? বালুরঘাটে নাবালক খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য – balurghat court ordered jail custody for five convicted in case


West Bengal News বালুরঘাটে নাবালক খুনের (Balurghat Minor Boy Murder Case) ঘটনায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য। খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত মানস সিংয়ের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল, তাদেরকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলার কারণেই ওই শিশুকে প্রাণে মেরে দেওয়া হয় বলে পুলিশি জেরায় জানিয়েছে অভিযুক্ত। বৃহস্পতিবার ঘটনার পুনঃনির্মাণ করে খুনের ব্যবহৃত বহু জিনিস উদ্ধার হয়েছে। দ্রুত এই মামলার চার্জশিট জমা দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

Raiganj Murder Case: পরকীয়ার জেরেই খুন? রায়গঞ্জ হত্যাকাণ্ডে ধৃতকে জেরায় চাঞ্চল্যকর তথ্য
বালুরঘাটে (Balurghat) এ কে গোপালন কলোনিতে বছর আটের নাবালক খুনের ঘটনায় ধৃত ৫ জনকে বৃহস্পতিবার বালুরঘাট জেলা আদালতে (Balurghat District Court) তোলা হয়। বিচারক ধৃতদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। এদিকে বালুঘাট থানার পুলিশ খুনের ঘটনা তদন্ত নেমে জানতে পারেন, অভিযুক্তের বিবাহ বহির্ভূত সম্পর্ক জেনে যাওয়ার কারণেই পরিকল্পনা মাফিক দীপকে খুন করে মানস সিং। পুলিশি জিজ্ঞাসাবাদে মানস বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করেছে। বৃহস্পতিবার ডিএসপি হেডকোয়ার্টার সোমনাথ ঝাঁ বলেন, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই এই খুন।

Asansol News : প্রেমিকের জন্মদিনে আসানসোলের এসে হরিয়ানার যুবতীর রহস্যমৃত্যু
প্রসঙ্গত, গত ৫ নভেম্বর বালুরঘাটের একে গোপালন কলোনীতে দীপ হালদার নামে ৮ বছরের এক শিশুকে খুন করা হয়। সেই ঘটনার পরের দিন পুলিশ মূল অভিযুক্ত মানস সিং সহ তার বাবা, মা, বোন ও মাসিকে গ্রেফতার করে। গ্রেফতারের পরের দিন ধৃতদের আদালতে তোলা হলে আদালত ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। এরপরে পুলিশের তরফে লাগাতার জিজ্ঞাসাবাদ করা হয়। যদিও এলাকাবাসীর অভিযোগ ছিল, শিশু বিক্রির জন্য অপহরণ করে পালাতে না পেরেই খুন করা হয়। কিন্তু পুলিশের তরফে সেই বিষয়ে কিছুই প্রমাণ পাওয়া যায়নি বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, ওই যুবকের সঙ্গে কারও বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। যা দেখে ফেলেছিল ওই শিশু। শিশুর মুখ বন্ধ করতেই তাকে খুন করে দেওয়া হয়েছে। তবে গোটা ঘটনার এখনও তদন্ত চলছে। গত বুধবার ভোরবেলা খুনের পুনঃনির্মাণ করা হয়। এ কে গোপালন কলোনির শিশু খুনের ঘটলনায় এদিন বালুরঘাট জেলা আদালতের মুখ্য বিচার বিভাগীয় বিচারক অভিযুক্ত পাঁচজনকেই ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বিচারক।

Supriya Murder Case : খুনের পর ন্যাড়া হয়েছিল ‘প্রেমিক’ প্রবাল, রায়গঞ্জের বধূ হত্যা মামলায় চাঞ্চল্যকর তথ্য
এবিষয়ে জেলা আদালতের সরকারি আইনজীবী তথা এপিপি জয়ন্ত মজুমদার বলেন, আজকে আদালতে অভিযুক্তরা জামিনের আবেদন জানিয়েছিল। কিন্তু বিচারক জামিনের আবেদন খারিজ করেছে। পাঁচজনকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। এদিকে মৃত নাবালকের ঠাকুরমা সহ অন্যান্য সদস্যরা অভিযুক্তদের ফাঁসির দাবিতে অনড় রয়েছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *