West Bengal News : যোগাসনে বিশ্ব জয় করল কালনার রামিশা দফাদার। তৃতীয় আন্তর্জাতিক যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপে ( International Yoga Sports Championship) তিনটি স্বর্ণপদক এখন তার ঝুলিতে। সোনার মেয়েকে একঝলক দেখার অপেক্ষায় অধীর সকলে।

হাইলাইটস
- কালনার (Kalna) যোগকন্যা রামিশা দফাদার যোগাসনে বিশ্ব জয় করল।
- বিশ্ব যোগাসন প্রতিযোগিতায় তিনটি স্বর্ণপদক এখন তার ঝুলিতে৷
- তার এই সাফল্যে উচ্ছ্বসিত পরিবারের লোকজন৷
সেই প্রতিযোগিতায় ভারতের হয়ে পাঁচটি বিভাগে অংশগ্রহণ করে তিনটি স্বর্ণ পদক (Gold Medal), একটি রৌপ্য পদক (Silver Medal) ও একটি ব্রোঞ্জ পদক (Bronze Medal) জিতল কালনার ডাঙাপাড়ার বাসিন্দা বছর ষোলোর রামিশা দফাদার।কালনার কিশোরী রামিশার ছোট থেকেই যোগাসনে আগ্রহ ছিল। ছোটবেলা থেকেই রাজ্য ও জাতীয় স্তরে একের পর সাফল্য পেয়েছে সে৷ ২০১৯ সালে আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতায় সোনার পদক পেয়ে সাড়া ফেলে দেয়। এবার তৃতীয় আন্তর্জাতিক যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপে ফের তিনটি স্বর্ণপদক তার দখলে৷ তবে করোনা পরিস্থিতির সময় সেভাবে যোগাসন প্রতিযোগিতা না হওয়ায় বাড়িতে যোগাভ্যাস জারি ছিল তার।
তার দাদা অসীম দফাদার বলেন, ‘‘রামিশার এই সাফল্যে আমরা খুবই খুশি এবং গর্ববোধ করছি৷ রামিশা এর আগে থাইল্যান্ডে আয়োজিত এশিয়ান গেমসে দুটো বিভাগে অংশ নিয়ে স্বর্ণপদক জয় করে৷ রামিশার এটাই প্রথম আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতা নয়৷ এর আগে ২০১৯ সালে আন্তর্জাতিক যোগাসন প্রতিয়োগিতায় অংশ নিয়ে ও স্বর্ণপদক জয় করেছিল৷ আগামী দিনে ও এভাবে আমাদের সাফল্য এনে দেবে বলেই আশা করছি এবং কালনার নাম উজ্জ্বল করবে৷’’ রামিশার কোচ গৌরাঙ্গ সরকার বলেন, ‘‘নিয়মিত যোগাসন অভ্যাস ও কঠোর অনুশীলন এই সাফল্য এনে দিয়েছে এবং আমার আশা, ভবিষ্যতে ও অনেক দূর যাবে।’’পারিবারের তরফে জানা গিয়েছে, যোগাসনে ও ভীষণ আগ্রহী। পড়াশোনার পাশাপাশি যোগাসনই ওর ধ্যানজ্ঞান। খুব অল্প সময়েই কোচের নানান পরামর্শ বুঝে নেওয়ার ক্ষমতার পাশাপাশি তা মেনেও চলে রামিশা৷ প্রত্যেকেই তার এই সাফল্যে খুশি৷
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ
