Birbhum TMC : ডাম্পারের ধাক্কায় এক মোটর সাইকেল আরোহীর মৃত্যুর জেরে বিধানসভার ডেপুটি স্পিকার (Deputy Speaker) আশিস বন্দ্যোপাধ্যায়কে (Ashish Banerjee) ঘিরে বিক্ষোভ দেখালেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

হাইলাইটস
- ডাম্পারের ধাক্কায় মোটর সাইকেল আরোহীর মৃত্যুর জেরে ডেপুটি স্পিকারকে ঘিরে বিক্ষোভ
- বিধানসভার ডেপুটি স্পিকার ়আশিস বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ দেখান ক্ষুব্ধ গ্রামবাসীরা
- পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন গ্রামবাসীরা
ঠিক কী হয়েছিল?
জানা গিয়েছে, শুক্রবার রাতে মোটর সাইকেল নিয়ে সাঁইথিয়া থেকে মল্লারপুরের দিকে যাচ্ছিলেন এক ব্যক্তি। সে সময় সামনে থেকে আসা একটি ডাম্পার ধাক্কা মারে ওই মোটর সাইকেল আরোহীকে৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। তারপরই পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। ঘাতক ডাম্পারটিকে ঘিরে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। এই রাস্তায় প্রায়ই দুর্ঘটনা ঘটে বলেই জানান তাঁরা। গ্রামবাসীদের অভিযোগ, এই রাস্তায় দু’-তিনটে ব্যারিকেড দিতে হবে এবং এখান দিয়ে গাড়ি আস্তে চালাতে হবে। এমনকী, খালাসি যাতে নেমে এই রাস্তা দিয়ে গাড়ি পাশ না করান, সেই দাবিও জানান বিক্ষুব্ধ গ্রামবাসীরা।
বিধায়ককে ঘিরে বিক্ষোভ
সেই সময় রাজ্যের ডেপুটি স্পিকার তথা রামপুরহাটের বিধায়ক ওই রাস্তা দিয়ে রামপুরহাটে ফিরছিলেন। সেই সময় তাঁর গাড়ি আটক করে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকার ক্ষুব্ধ বাসিন্দারা। প্রায় কুড়ি মিনিট আটকে রাখা হয় ডেপুটি স্পিকারকে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় মল্লারপুর থানার পুলিশ। পুলিশ এসে গ্রামবাসীদের সঙ্গে কথা বলে এবং প্রতিশ্রুতি দেয় তাঁদের দাবি পুরণের। এরপরই অবরোধ তুলে নেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। তারপর গন্তব্যের দিকে রওনা দেন ডেপুটি স্পিকার। এদিকে ডাম্পারটিকে আটক করলেও তার চালককে ধরা সম্ভব হয়নি। তার খোঁজে তল্লাশি শুরু করেছে মল্লারপুর থানার পুলিশ। অবরোধের জেরে ওই রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। আটকে পড়েন অফিস ফেরত বহু যাত্রী। পুলিশের হস্তক্ষেপে যান চলাচলও স্বাভাবিক হয়।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ