CV Ananda Bose : রোজ একটা বাংলা শব্দ শিখব : নয়া রাজ্যপাল – cv ananda bose from kerala becomes new governor of west bengal


এই সময়: বাংলার সঙ্গে তাঁর নিবিড় যোগ। বাংলার যোগ তাঁর নামেও। কর্মজীবন শুরু করেছিলেন বাংলাতেও। যদিও আদতে তিনি বাঙালি নন, কেরালার বাসিন্দা। কর্মজীবনে আইএএস হিসেবে বিভিন্ন গুরুদায়িত্ব সামলেছেন। জাতীয় স্তরে তাঁর আরও একটা পরিচয়- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘ম্যান অফ আইডিয়া’ হিসাবে। তিনি সিভি আনন্দ বোস। জগদীপ ধনখড় পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্ব ছেড়ে উপরাষ্ট্রপতি হওয়ার পাঁচ মাস পর রাজ্যের নতুন স্থায়ী রাজ্যপাল হিসাবে তাঁকেই নিযুক্ত করেছেন রাষ্ট্রপতি। আর রাজ্যপাল পদে তাঁর নাম ঠিক হওয়ার পরে আনন্দ বোস নিজেই বললেন, ‘বাংলার সঙ্গে আমার আত্মিক সম্পর্ক রয়েছে। আমার কর্মজীবন শুরু হয়েছিল ব্যাঙ্ক কর্মী হিসেবে কলকাতায়। প্রতিজ্ঞা করছি, প্রতিদিন একটা করে নতুন বাংলা শব্দ শিখব। বাংলার উন্নয়নের জন্য কাজ করব।’ এমনিতে নামের সঙ্গে ‘বোস’ পদবী থাকায় সিভি আনন্দ বোসকে বাঙালি ভেবে নেওয়ার কারণ নেই।

CV Ananda Bose : অবশেষে স্থায়ী রাজ্যপাল পেল বাংলা, রাজ্যের নয়া ‘ফার্স্ট সিটিজেন’ সি ভি আনন্দ বসু
বরং দক্ষিণ ভারতে, বিশেষ করে কেরালা, তামিলনাড়ুতে নেতাজি সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধা জানিয়ে নামের সঙ্গে ‘বোস’ রাখার চল রয়েছে। সেখান থেকেই তাঁর নামে ‘বোস’ পদবী যুক্ত হয়েছে বলে মনে করছেন অনেকে। কেরালার কোট্টায়ামে তাঁর জন্ম ১৯৫১ সালে। কে এই আনন্দ বোস? নরেন্দ্র মোদীর সবার জন্য পাকা বাড়ির পরিকল্পনার মতো একাধিক জনমুখী পরিকল্পনা তাঁর ‘ম্যান অফ আইডিয়া’ আনন্দ বোসেরই হাত ধরে। ১৯৭৭ ব্যাচের এই আইএএস অফিসার কেরালার মুখ্যসচিব হিসাবে দায়িত্ব পালনের পাশাপাশি দীর্ঘদিন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরের সচিব হিসেবে দায়িত্ব সামলেছেন। কেন্দ্রীয় সরকার তাঁকে মেঘালয় সরকারের মুখ্য উপদেষ্টা হিসেবে নিয়োগ করেছিল। বর্তমানে তিনি সেখানেই দায়িত্বে রয়েছেন। কর্মদক্ষতার নিরিখে পেয়েছেন ২৯টি জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার।

Kerala Governor Isuue : রাজ্যপাল নিয়ে বিজয়ন তো মমতার পথেই, কী বলবেন সুজনরা?
ইউরোপিয়ান কাউন্সিল ফর নিউক্লিয়ার রিসার্চ, ইন্টারন্যাশনাল ফিউশন এনার্জি অর্গানাইজেশনের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ কনফারেন্সে ভারতের প্রতিনিধিত্ব করেছেন তিনি। ছিলেন অ্যাটমিক এনার্জি এডুকেশন সোসাইটির চেয়ারম্যানও। তিনি ‘শ্রী পদ্মনাভস্বামী’ মন্দিরের কোষাগার সংক্রান্ত সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটির প্রধান হিসাবেও দায়িত্বভার সামলেছেন। এদিন রাজ্যপাল হিসেবে তাঁর নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই আনন্দ ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রীকে। সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রীকে ধন্যবাদ, উনি আমার উপর আস্থা রেখেছেন। আমি বাংলার মানুষের কল্যাণে সংবিধান মেনে কাজ করতে চাই। যে কোনও নির্বাচিত সরকারই সবচেয়ে কার্যকর হয় সংবিধান মেনে কাজ করলে।’ তিনি বাংলায় ‘চিত্ত যেথা ভয়শূন্য…’ আবৃত্তি করে ইংরেজি তর্জমাও শুনিয়েছেন।

Saumitra Khan : ‘…ততটা ভোকাল নন’, ধনখড়ের সঙ্গে তুলনা টেনে নতুন রাজ্যপাল নিয়ে ‘আক্ষেপ’ সৌমিত্র’র
ধনখড়ের জমানায় রাজ্য সরকারের সঙ্গে রাজভবনের সম্পর্ক মোটেই মধুর ছিল না। রাজ্যপালের টুইট, রাজ্যের প্রশাসন ও শাসক দলের পালটা টুইটে সরগরম ছিল রাজনৈতিক মহল। তিনি উপরাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পরই রাজ্যপাল পদ থেকে ইস্তফা দেন ধনখড়। মেঘালয়ের রাজ্যপাল লা গণেশনকে অস্থায়ী রাজ্যপাল হিসাবে দায়িত্ব দেওয়া হয় বাংলার। তার পরে গত পাঁচ মাসে অবশ্য রাজভবনের সঙ্গে রাজ্য প্রশাসনের সঙ্গে কোনও সংঘাত বাধেনি। বরং বিভিন্ন ইস্যুতে বঙ্গ বিজেপি নেতৃত্বই ঠারেঠোরে উষ্মা প্রকাশ করেছেন গণেশন সম্পর্কে। সিভি আনন্দ বোসের সঙ্গে রাজ্য সরকার, রাজ্যের শাসক ও বিরোধী দলের সম্পর্ক কোন দিকে গড়ায়, সেটাই এখন দেখার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *