poulomi.nath | EiSamay.Com | Updated: 18 Nov 2022, 6:11 pm
মুম্বাই এয়ারপোর্টে (Mumbai Airport) দেখা গেল দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) কে। পুরো ব্ল্যাক ড্রেসে সজ্জিত দীপিকা ক্যামেরা দেখে হাত নাড়ায়। চরম ব্যাস্ততার মধ্যে রয়েছেন দীপিকা পাডুকোন, সম্প্রতি শুরু হয়েছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ফাইটার(Fighter) সিনেমার শুটিং পর্ব। তার সাথে পরের বছর বলিউড বাদশাহ শাহরুখ খান (Shah Rukh Khan) এর সাথে পাঠান (Pathaan) সিনেমার প্রমোশনেও ব্যস্ত। সবমিলিয়ে এই ব্যাস্ততার মাঝেই দেখা গেলো এয়ারপোর্টে দীপিকা কে।