Howrah Station : হাওড়া স্টেশনে ব্যাগ খুলতেই লাখ লাখ টাকা উদ্ধার, চক্ষু চড়কগাছ পুলিশের – huge amount of money recovered from howrah station


Bikaner-Howrah Superfast Express : ফের হাওড়া স্টেশন (Howrah Station) থেকে উদ্ধার বিপুল পরিমাণ টাকা। টাকা সহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। উত্তরপ্রদেশ থেকে ওই ব্যক্তি টাকা নিয়ে এসেছিল বলে জানা গিয়েছে।

 

rupees.
হাওড়া স্টেশনে উদ্ধার হওয়া টাকা

হাইলাইটস

  • হাওড়া স্টেশন থেকে উদ্ধার বিপুল পরিমাণ টাকা
  • টাকা সহ এক ব্যক্তিকে আটক করেছে RPF
  • ওই ব্যক্তি বিকানের-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসে করে হাওড়ায় এসেছিল
West Bengal News : ফের হাওড়া স্টেশন (Howrah Station) থেকে উদ্ধার বিপুল পরিমাণ টাকা। ওই টাকা সহ এক ব্যক্তিকে আটক করেছে RPF৷ RPF সূত্রে জানা গিয়েছে, আটক ব্যক্তির নাম রাজকুমার বিন্দ, বয়স ৩৯ বছর। তার বাড়ি উত্তরপ্রদেশের মির্জাপুরে। তার কাছ থেকে ৩৫ লাখ ২০ হাজার টাকা নগদ উদ্ধার করা হয়েছে। ওই ব্যক্তি বিকানের-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসে (Bikaner-Howrah Superfast Express) করে হাওড়ায় এসেছিল। তার ব্যাগে তল্লাশি চালাতেই ওই বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়। RPF সূত্রে জানা গিয়েছে, যদিও কোথা থেকে কী কারণে এবং কোথায় সে ওই টাকা নিয়ে যাচ্ছিল তার কোনও সদুত্তর দিতে পারেনি ওই ব্যক্তি। RPF এর পক্ষ থেকে ইনকাম ট্যাক্স অফিসের আধিকারিকদের হাতে সমস্ত টাকা তুলে দেওয়া হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আটক ব্যক্তিকে। Howrah Station : হাওড়া স্টেশনে লাখ লাখ টাকা সহ সোনার গয়না উদ্ধার, আটক ১
RPF সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের (Old Complex) নয় নম্বর প্ল্যাটফর্মের শেষ প্রান্তে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। সেই সময় কর্তব্যরত RPF কর্মীরা তাকে হাতেনাতে ধরে তার ব্যাগে তল্লাশি চালান। তখনই তার ব্যাগ থেকে ৩৫ লাখ ২০ হাজার টাকা নগদ উদ্ধার করা হয়। জানা যায়, ৩৯ বছর বয়সি রাজকুমার বিন্দ নামে ওই ব্যক্তি বিকানির-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস চেপে হাওড়ায় এসেছিল। Bardhaman News : আগ্নেয়াস্ত্র সহ বর্ধমান পুলিশের জালে অসমের ব্যক্তি, উদ্ধার পাইপ গান সহ কার্তুজ
RPF সূত্রে জানা গিয়েছে, RPF এর আধিকারিকরা তাকে টাকার উৎস নিয়ে জিজ্ঞাসাবাদ করলে, ওই ব্যক্তি কোনও সদুত্তর দিতে পারেনি। এমনকী ওই ব্যক্তি টাকার সপক্ষে কোনও প্রমাণপত্রও দেখাতে না পারায় RPF সমস্ত টাকা বাজেয়াপ্ত করে। RPF এর পক্ষ থেকে খবর দেওয়া হয় কলকাতার ইনকাম ট্যাক্স অফিসে। সেখানকার আধিকারিকদের হাতে উদ্ধার হওয়া টাকা তুলে দেওয়া হয়। ওই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করছেন আয়কর দফতরের আধিকারিকরা। Howrah Accident : হাওড়া স্টেশনের কাছে বেপরোয়া বাসের ধাক্কা, মৃত ২
ওই টাকা কোথা থেকে তার কাছে এল এবং উত্তরপ্রদেশের বাসিন্দা রাজকুমার বিন্দ নামে ওই ব্যক্তি টাকা নিয়ে এখানে কেন এসেছিল, ওই সব বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে আয়কর দফতর সূত্রে খবর। এই টাকা এখানে কাকে দেওয়ার কথা ছিল এবং কোনও ব্যক্তি এই টাকা তার মাধ্যমে বাংলায় পাঠিয়েছে কিনা, তাও ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করা হচ্ছে। এর মাত্র কয়েকদিন আগেও হাওড়া স্টেশন থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়েছিল।

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *