Humayun Kabir In Debra : SDO ও BDO-র মোটা মোটা চেয়ার সরিয়ে কাঠের চেয়ার দিতে হবে। তার মাধ্যমেই একমাত্র কাজ ভালো হবে। এমনই নিদান দিয়েছেন ডেবরার বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)।

হাইলাইটস
- SDO ও BDO-র মোটা মোটা গদির চেয়ার সরিয়ে কাঠের চেয়ার দিতে হবে, বললেন হুমায়ুন কবীর
- পঞ্চায়েত নির্বাচনের আগে এলাকার কোনও উন্নয়ন হয়নি বলে অভিযোগ করেছেন তৃণমূল বিধায়ক
- তৃণমূল বিধায়কের নিদান চেয়ার পরিবর্তন করলেই এলাকায় কাজ ভালো হবে
BDO-দের কাঠের চেয়ার দেওয়ার নিদান
বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হতে পারে। আর তার আগে এলাকায় নিজেদের জমি শক্ত করতে মরিয়া বিভিন্ন রাজনৈতিক দল। জনসংযোগে ব্যস্ত হয়ে পড়েছে সবাই। বাদ যায়নি তৃণমূলও। স্থানীয়দের অভাব অভিযোগ সম্পর্কে জানতে এলাকায় জনসংযোগ বাড়াচ্ছে নেতা-মন্ত্রীরা। আর তার জেরেই ডেবরার উন্নয়ন সংক্রান্ত একটি প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেখান থেকে বেরিয়েই হুমায়ুন বলেন, “এসডিও বিডিও-কে গদি দেওয়া মোটা মোটা চেয়ারের পরিবর্তে কাঠের চেয়ার দিতে হবে। যাতে তাঁদের বসতে ভালো না লাগে। যাতে তাঁরা অফিসে না থেকে বাইরে বের হন। এসি খুলে নিতে হবে। সোফা সরিয়ে দিতে হবে। তবে কাজ হবে। বিডিও-এসডিওরা যদি ঘরের মধ্যে বলে থাকেন তাহলে কোনও কাজ হবে না। এখন লক্ষ্য করা যাচ্ছে যে বিডিও এসডিও অফিসে থাকেন। কোথাও যান না। বিডিও যদিও বা যান এসডিও-কে দেখতে পাওয়া যায় না। আমি কারও বিরুদ্ধে অভিযোগ করছি না। তাঁরা যদি কোথাও না যান তাহলে মানুষের সমস্যার কথা জানতে পারবেন কী ভাবে। আমরা অনেক জায়গায় গিয়ে রিভিউ করেছি।”
শাসক দলকে কটাক্ষ বিজেপির
বিধায়কের এই নিদানকে একহাত নিয়েছে বিজেপি। এ প্রসঙ্গে স্থানীয় বিজেপি নেতা কাশীনাথ বসু বলেন, “উনি ঠিক কথাই বলেছেন। ডেবরায় সত্যিই কোনও উন্নয়ন হয়নি। দল ও প্রশাসনকে এক করেও যখন ডেবরায় উন্নয়ন হচ্ছে না তখন সেই দোষটা উনি প্রশাসনের ঘাড়ে ফেলে দিতে চাইছেন। আসলে নিজের ও দলের পিঠ বাঁচানোর জন্যই এটা করছেন। এটা ভবিষ্যতের জন্য খুবই খারাপ।”
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ