Vishnu Idol : গ্রামের ভিতরে মন্দির বানিয়ে প্রাচীন বিষ্ণু মূর্তি (Vishnu Idol) পুজো করা হচ্ছিল। খবর পেয়ে সেই মূর্তি উদ্ধার করে নিয়ে যান প্রত্নতাত্ত্বিক বিভাগের আধিকারিকরা। এদিকে সেই সময় তাঁদের স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়তে হয়।

হাইলাইটস
- গ্রামের ভিতরে মন্দির বানিয়ে প্রাচীন বিষ্ণু মূর্তি পুজো করা হচ্ছিল
- মূর্তি উদ্ধার করে নিয়ে যান প্রত্নতাত্ত্বিক বিভাগের আধিকারিকরা
- মূর্তি উদ্ধারের সময় গ্রামের বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়েন তাঁরা
প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার
জানা গিয়েছে, গত এপ্রিল মাসে বাগনান ১ নম্বর ব্লকের বাঙালপুর গ্রাম পঞ্চায়েতের ওলানপাড়া শিবতলায় পুকুর খননের সময় মাটির নীচে থেকে প্রায় চার ফুট উচ্চতার একটি প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার করেন গ্রামবাসীরা। এরপর মূর্তিটিকে (Idol Recover) পরিষ্কার করে পুজো অর্চনা শুরু করেন তাঁরা। পরে সেখানে একটি মন্দির তৈরি করে মূর্তিটি প্রতিষ্ঠা করেন। আর সেখানেই এতদিন দিন মূর্তিটিকে পূজা করা হচ্ছিল। অন্যদিকে মূর্তিটি পরীক্ষা করে প্রত্নতাত্ত্বিক বিভাগের আধিকারিকরা বুঝতে পারেন এটি বহু প্রাচীন। আর তারপরই সেটিকে ওই এলাকা থেকে উদ্ধার করে নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু করেছিলেন তাঁরা।
প্রত্নতত্ত্ব বিভাগের আধিকারিকরা গ্রামে
সেই শুক্রবার সকালে প্রত্নতত্ত্ব বিভাগের আধিকারিকরা গ্রামে পৌঁছন। তাঁদের পাশাপাশি বাগনান থানার বিশাল পুলিশ বাহিনী গ্রামে পৌঁছয়। যান বাগনানের বিধায়ক অরুণাভ সেনও। এদিকে মূর্তি নিয়ে যাওয়ার খবর পৌঁছতেই সেই মন্দিরের সামনে ভিড় করেছিলেন বহু মহিলা। মন্দিরের সামনে ভিড় করতে দেখা যায় তাঁদের। খোল, করতাল, কাঁসর, ঘণ্টা বাজিয়ে তাঁরা মূর্তি উদ্ধারে বাধা দেন। আধিকারিকদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। যদিও পরে সব বাধা উপেক্ষা করে পুলিশ প্রশাসনের সহযোগিতায় প্রত্নতত্ত্ব বিভাগের আধিকারিকরা মূর্তি উদ্ধার করেন। গ্রামবাসীদের অভিযোগ, এতদিন কেটে যাওয়ার পর এর গুরুত্ব কী ভাবে বুঝতে পারল প্রত্নতত্ত্ব বিভাগ?
মূর্তি তৈরির আশ্বাস বিধায়কের
বাগনানের বিধায়ক অরুণাভ সেন বলেন, “যেহেতু মূর্তিটি এতদিন পুজো হয়েছে সেই কারণে মানুষের আবেগ থাকাটা স্বাভাবিক। কিন্তু, বাস্তবটাও উপলব্ধি করতে হবে। যে কোন প্রাচীন মূল্যবান জিনিস প্রত্নতত্ব বিভাগের আওতায় পড়ে। সেই কারণে ওরা এটা নিয়ে গিয়েছে। আমরা স্থানীয় প্রশাসনের সাহায্যে এখানে এইরকম একটি মূর্তি করে দেব যাতে সাধারণ মানুষ পুজো করতে পারেন। যে কোনও মূর্তি উদ্ধার হলেই সেটিকে প্রত্নতত্ত্ব বিভাগ নেয় না। তা পরীক্ষা করার পর গুরুত্ব অনুযায়ী তারা সেগুলো সংগ্রহ করে। এক্ষেত্রও সেটাই হয়েছে।”
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ