Jalpaiguri News : বাড়ি থেকে উধাও গবাদি পশু! চিতাবাঘের আতঙ্কে ঘুম উড়েছে জলপাইগুড়িবাসীর – jalpaiguri residents are sleepless due to fear of leopards


West Bengal News ফের চিতাবাঘের (Leopard) আতঙ্ক৷ মিলেছে পায়ের ছাপ, নিজের চোখে দেখেছেন বলেও দাবি করছেন অনেকেই। আবার নাকি গর্ভবতী একটি ছাগলকেও টেনে নিয়ে গিয়েছে বলে দাবি। প্রকাশ্যে চিতাবাঘটিকে দেখা গিয়েছে বলেও দাবি গ্রামবাসীদের৷ এই পরিস্থিতিতে বাঘের আতঙ্কে রাতে ঘুম উড়েছে জলপাইগুড়ি (Jalpaiguri) সদর ব্লকের কচুয়া বোয়ালমারি গ্রাম পঞ্চায়েতের কান্দিপাড়ার এলাকার কচুয়া তিস্তা নদীর তিন নম্বর স্পার এলাকায়। গত কয়েক দিন ধরে এলাকায় চিতাবাঘের আতঙ্কে তাঁরা চোখের পাতা এক করতে পারছেন না বলেই দাবি গ্রামবাসীদের। খবর পেয়ে আজ শুক্রবার ওই জায়গায় যান বনবিভাগের কর্মীরা। স্থানীয়দের সঙ্গে কথা বলেন বনকর্মীরা। তবে প্রাণীটি চিতাবাঘ কিনা, সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানাননি বন দফতরের আধিকারিকরা৷

Bear Attack : ডুয়ার্সের চা বাগানে ভালুক, আতঙ্কে ঘুম উড়ল এলাকাবাসীর
জলপাইগুড়ি (Jalpaiguri) শহর সংলগ্ন এলাকা ছাড়াও ডুয়ার্সের বিভিন্ন চাবাগানগুলি থেকে চিতাবাঘের আতঙ্কের খবর বা আক্রমণের ঘটনা সামনে এসেছে বারংবার। কিন্তু তিস্তা নদীর চর বা জনবহুল এলাকায় এই ধরনের ঘটনা এর আগে শোনা যায়নি বলেই জানাচ্ছেন গ্রামবাসীরা। শুক্রবার কুচুয়া এলাকায় তিস্তা নদীর তিন নম্বর স্পার এলাকায় বনকর্মীরা পৌঁছলে তাঁদের সঙ্গে কথাবার্তায় এমনটাই দাবি করেন স্থানীয় বাসিন্দারা।

Mangrove Forest : ম্যানগ্রোভ নষ্ট করে মাছের ভেড়ি তৈরির অভিযোগ,কুলতলিতে ক্ষুব্ধ গ্রামবাসীরা
স্থানীয় বাসিন্দা সুজিত সরকার বলেন, “এলাকার অধিকাংশ মানুষ কৃষিকাজ করেন। বহু মানুষ মাঠে কৃষিকাজের জন্য মাঠে থাকেন৷ এছাড়া গোরু, ছাগল মাঠে বাঁধা থাকে। গত পরশু একটি ছাগলকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সকলে মনে করেছিল শেয়ালে নিয়ে গিয়েছে। গতকাল সেটা ভুল প্রমাণিত হয়।” প্রকাশ্যে চিতাটিকে দেখা যায় বলেও দাবি করেন তিনি। তাঁর দাবি, এই কৃষিকাজের এলাকা থেকে চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হোক। এলাকার মানুষের রাতের ঘুম উড়েছে বলে জানান তিনি। তবে বন দফতরের তরফে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও জানান তিনি৷

Elephant Attack : জঙ্গলে কাঠ কুড়োতে গিয়ে হাতির হানায় মৃত্যু ২ মহিলার, মর্মান্তিক ঘটনা ডুয়ার্সে
আর এক স্থানীয় বাসিন্দা চিত্তরঞ্জন সরকারের দাবি, তিনি জমিতে কাজ করছিলেন। পাশেই একটা গোরু বাঁধা ছিল। হঠাৎ করেই গোরুটি খুঁটো সমেত ছুটে যায় এবং জঙ্গলের দিকে বারে বারে তাকাতে থাকে। মনে হয়েছিল গোরুটি জঙ্গলে কিছু দেখেছে। তিনি দাবি করেন, আজ নদীর চরে পায়ের ছাপ দেখে মনে হচ্ছে বাঘের ছাপ সেটি। গত পরশুও একটি ছাগল নিয়ে যায়৷ স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্যার স্বামী দক্ষনাথ রায়ের দাবি, বিষয়টি বন দফতরকে জানানো হলে তারা তড়িঘড়ি ঘটনাস্থলে এসে পৌঁছন এবং প্রাণীটিকে উদ্ধার করার চেষ্টা চালাচ্ছেন তাঁরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *