Jalpaiguri Trending News : এক শিশুকে জোর করে কেঁচো (Earthworm) খাওয়ানোর অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। সেই ভিডিয়ো সোশাল মিডিয়ায় পোস্ট হতেই শোরগোল পড়ে যায়। গ্রেফতার করা হয় যুবককে।

হাইলাইটস
- এক শিশুকে জোর করে কেঁচো খাওয়ানোর অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে
- পয়সার লোভ দেখিয়ে শিশুকে কেঁচো খেতে বাধ্য করেছিল বলে অভিযোগ
- কেঁচো খেতে অস্বীকার করলে ওই শিশুকে মারধর করা হয় বলে অভিযোগ
ঠিক কী হয়েছিল?
এক শিশুকে কেঁচো খাওয়ানোর পাশাপাশি সেই ভিডিয়ো করে তা ফেসবুকে পোস্ট করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। রাজগঞ্জের আমবাড়ি পুলিশ ফাঁড়ির আদর্শপল্লি এলাকার ঘটনা। সোমবার ঘটনাটি ঘটলেও বৃহস্পতিবার পুলিশের কাছে অভিযোগ করা হয়। অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গ্রেফতার করে আমবাড়ি ফাঁড়ির পুলিশ। ধৃতের নাম সিটন রায় (১৮) । শুক্রবার ধৃতকে জলপাইগুড়ির আদালতে তোলা হয়।
ভয় দেখিয়ে শিশুকে কেঁচো খাওয়ানো
পরিবার সূত্রে জানা গিয়েছে, আদর্শপল্লি এলাকার ভেলকিপাড়ার সুভাষ বর্মনের ৯ বছরের ছেলে অলোক বর্মন। সোমবার বন্ধুদের সঙ্গে আদর্শপল্লিতে খেলতে গিয়েছিল অলোক। অভিযোগ, সেখানে স্থানীয় যুবক সিটন রায় ওই শিশুকে ভয় দেখিয়ে কেঁচো খেতে বাধ্য করে। প্রথমে ওই শিশুকে পাঁচ টাকা দেওয়ার লোভ দেখিয়ে কেঁচো খেতে বলেছিল অভিযুক্ত। এদিকে ওই শিশু খেতে অস্বীকার করলে তাকে ভয় দেখায়। তারপর বাধ্য হয়ে কেঁচো খায় অলোক। এমনকী, শুধু তাকে কোঁচো খাইয়েই খান্ত থাকেনি অভিযুক্ত। সেই ভিডিয়ো শ্যুট করে তা ফেসবুকেও পোস্ট করে সে। তারপরই তা ভাইরাল হয়ে বিষয়টি জানাজানি হয়ে যায়।
অলোকের মা পারুল বর্মন বলেন, “আমার ছেলে সোমবার দুপুরে সমবয়সীদের সঙ্গে আদর্শপল্লিতে খেলতে গিয়েছিল। ওই যুবক তাকে পাঁচ টাকা দেওয়ার লোভ দেখিয়ে একটি কেঁচো খেতে বলে। কিন্তু, ছেলে খেতে রাজি হয়নি। এরপর তাকে ভয় দেখানোর পাশাপাশি মারধর করে কেঁচো খাওয়ায়। বাড়িতে এসে ছেলে ভয়ে বিষয়টি আমাদের কাউকে জানায়নি। পরে প্রতিবেশীর মোবাইলে ফেসবুক থেকে ঘটনার কথা জানতে পারি। তারপর থেকেই ছেলে অসুস্থ বোধ করছে। বুধবার আমার স্বামী বাড়িতে এলে গোটা ঘটনা তাকে জানাই। পরের দিন তার বাবা ওই যুবকের বিরুদ্ধে পুলিশের কাছে লিখিত অভিযোগ করে।”
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ