Kartik Puja : মালদায় ধূমধাম করে পূজিত ছয় মাথার কার্তিক, জানুন ষড়ানন পুজোর ইতিহাস – six headed kartik idol puja organised at habibpur chandpur village


এক নয়, ষড়ানন‌‌ তিনি। চিরাচরিত প্রথা অনুযায়ী মালদায় আজও ধূমধাম করে পূজিত হন ছয় মাথার কার্তিক ।’ষড়ানন পুজো’ নিয়ে মানুষের মধ্যে উৎসাহের অন্ত নেই। মালদা ছাড়াও নিকটবর্তী জেলা থেকেও প্রচুর দর্শনার্থীরা যোগদান করেন এই পুজোয়। নিজেদের মনস্কামনা পূরণ করতে ছুটে আসেন কার্তিক পুজোর আয়োজনে।মালদার হবিবপুর ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্ত (India-Bangladesh Border) লাগোয়া রয়েছে ঋষিপুর অঞ্চলের দক্ষিণ চাঁদপুর গ্রাম। প্রাচীন রীতি মেনে হয়ে আসছে ছয় মাথার কার্তিক পুজো। বৃহস্পতিবার রাতে বিভিন্ন রীতি মেনে পূজিত হন কার্তিক।

Kartik Puja 2022 : তীর-ধনুকের সঙ্গে কোমরে ঝোলে ঢাল-তরবারি, গোলাবাগানে কার্তিক পুজোর ইতিহাস জানেন?
এ বছর ৬৪ তম বর্ষে পদার্পণ করেছে এই ঐতিহ্যশালী পুজো। এই কার্তিক ঠাকুর ‘ষড়ানন পুজো’ বলেই পরিচিত। এলাকারই কয়েকজন ব্যক্তি এই পুজো শুরু করেন। এই ষড়ানন দেবতার কাছে তাঁদের মনস্কামনা পূর্ণ হওয়ার পর থেকেই এই চাঁদপুর গ্রামে তাঁরা কার্তিক পুজো শুরু করেন। পুজো আজও পুরানো রীতি মেনে হয়ে আসছে। কার্তিক প্রতিমার বিশেষত্ব ছয়টি মাথা এবং বারোটি হাত। পুজো হয় নিশি রাতে।পুজোর সময় দূরদূরান্ত থেকে দর্শনার্থীরা আসেন মনস্কামনা নিয়ে। তাঁদের মনস্কামনা পূরণ হলে কার্তিক প্রতিমা মন্দিরে দেন। প্রতিবছর এই পুজোর সময় ছোট ছোট প্রায় ৫০ থেকে ৬০ টি মাটির কার্তিক প্রতিমা ভক্তরা মন্দিরে দিয়ে আসেন। সেই সব প্রতিমারও পুজো করা হয়।

Kartik Puja 2022: মা পার্বতীর মন রাখতেই কি চিরকুমার দেব সেনাপতি কার্তিক? জানুন অজানা কাহিনি
পৌরাণিক কাহিনী মনে করিয়ে দিয়ে মন্দিরের পুরোহিত শিবানন্দ শর্মা জানান, একসময় অসুররা স্বর্গ রাজ্য দখল করেছিল। সেই সময় দেবতারা স্বর্গ থেকে পালিয়ে গিয়েছিলেন। দৈববাণী হয়েছিল শিব ও পার্বতীর যে সন্তান হবে, সেই সন্তানই অসুরদের বধ করবে। এরপর কার্তিকের জন্ম হয়। এরপর ছয় জন ঋষি মুনি বিভিন্ন ভাবে লালন পালন করেছিলে। সেই সময় ষড়ানন রূপে কার্তিক তাঁদের মনস্কামনা পূর্ণ করেন।

Kartik Puja 2022 : জমজমাট সোনামুখী,কার্তিক পুজোকে কেন্দ্র করে আনন্দে ভাসলেন সাধারণ মানুষ
ছয় মাথা যুক্ত সেই রূপকে ষড়ানন রূপে পুজো করা হয়। সেই আদলে ছয়টি মাথা যুক্ত কার্তিক প্রতিমা পুজো করে আসছেন দক্ষিণ চাঁদপুরের গ্রামবাসীরা। পুজো উপলক্ষে বিশাল মেলাও বসে সেখানে। এদিন সন্ধ্যেয় পুজো মণ্ডপ উদ্বোধনে আসেন হবিবপুর ব্লকের (Habibpur Block) বিডিও সুপ্রতীক সাহা, হবিবপুর থানার আইসি সুবীর কর্মকার সহ গ্রামের বিশিষ্ট ব্যক্তিরা। এদিন ফিতে কেটে ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে পুজো মণ্ডপ উদ্বোধন করা হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *