poulomi.nath | EiSamay.Com | Updated: 18 Nov 2022, 7:35 pm
এই সময় ডিজিটালের সাক্ষাৎকারে অকপট সম্পূর্ণা লাহিড়ী(Sampurna Lahiri)। মাত্র আড়াই বছর বয়সে অভিনয়ের হাতেখড়ি হয় বলে জানান তিনি। ২০০৯ সাল থেকে টিভি সিরিয়ালে ‘নজর’-এর অভিনয় শুরু করেন বলে জানান। স্টার জলসার(Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিকের ডাইনি চরিত্র করার জন্য ভুয়সী প্রশংসা পেয়েছেন এবং এখনও অনেকে তাকে ডাইনি বলে ডাকেন মজা করে, জানান সম্পূর্ণা। সিনেমাতে তাকে বেশি মাত্রায় না দেখার কারণও জানান তিনি। কেন বর্তমানে বাংলা সিনেমা(Bengali Cinema) দেখতে আগের মতন আর মানুষ ভিড় করছে না প্রেক্ষাগৃহ, তাও সবিস্তর জানান টিভি সিরিয়াল খ্যাত এই অভিনেত্রী। কিভাবে নানান জটিলতা কাটিয়ে উঠে অভিনেত্রী হতে পেরেছেন, তাও বিশদে বলেন। বিস্তারিত ভিডিয়োতে।
