Serampore Railway Station : শ্রীরামপুর স্টেশনে সাবওয়ের ছাদ ভেঙে বিপত্তি! চরম ভোগান্তি নিত্য়যাত্রীদের – subway shed break down at serampore railway station traffic are stop


West Bengal News শ্রীরামপুর স্টেশনের (Serampore Railway Station) সাবওয়ের টিনের সেড ভেঙে বিপত্তি। মাছ বাজার থেকে টিকিট কাউন্টারে যাওয়ার রাস্তায় ঘটনাটি ঘটে। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাত নটা নাগাদ হঠাৎ টিনের শেডটি ভেঙে পড়ে। ঘটনায় হতাহতের কোনও খবর নেই। ঘটনাস্থলে GRP থানার পুলিশ।

Howrah Accident : হাওড়া স্টেশনের কাছে বেপরোয়া বাসের ধাক্কা, মৃত ২
শ্রীরামপুর স্টেশনের (Serampore Railway Station) তলায় তিনটি লেন আছে। প্রথম ও তৃতীয়টি স্টেশনে ওঠার জন্য ব্যবহৃত হয়। শ্রীরামপুর স্টেশনের (Serampore Railway Station) পূর্ব দিকে টিকিট কাউন্টার, পশ্চিম দিকে কুমিরজলা রোড। স্টেশন থেকে দু’দিকের যোগাযোগকারী পথ এই সাবওয়ে (Subway)। সেই লেনের টিনের সেডটি ভেঙে পড়ে। ইতিমধ্যেই দুই পারে যাতায়াত বন্ধ রাখা হয়েছে। জায়গাটিকে ঘিরে দেওয়া হয়েছে। প্রতিদিন এই সাবওয়ের নিচ দিয়ে কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। সাবওয়ের টিনের সেডটি ভেঙে ঝুলে যাওয়ার ফলে আপাতত যাতায়াত বন্ধ রাখা হয়েছে। ফলে সমস্যায় পড়তে হবে সাধারণ মানুষদের। গাড়ি চালকদের কয়েক কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হচ্ছে।

Howrah Station : হাওড়া স্টেশনে লাখ লাখ টাকা সহ সোনার গয়না উদ্ধার, আটক ১
রেল সূত্রে খবর, ভাঙা অংশের কাজ দ্রুত মেরামতি করা হবে। শীতের রাতে নিত্যযাত্রীদের সংখ্যা কিছুটা কম হওয়ার কারণে বড় দুর্ঘটনা থেকে এড়ানো গিয়েছে বলে মনে করছে স্থানীয়রা। স্থানীয় বাসিন্দা সুজয় দাস জানান, টিনের সেডটা জং ধরে গিয়ে ভগ্নপ্রায় অবস্থা হয়ে গিয়েছিল। ফলে ভেঙে পড়ে। দীর্ঘদিন ধরে রেল কর্তৃপক্ষ এই দিকে নজর না দেওয়াতেই এই ঘটনা ঘটেছে। আমরা চাই দ্রুত মেরামত হোক এটি। ফলে সাধারণ মানুষের যাতায়াতের সুবিধা হবে। স্থানীয় পথ চলতি এক ব্যক্তি জানান, “আমাদের তো রোজই যাতায়াত করতে হয় ওই লেন ধরে। এগুলো রেলের একটু দেখা উচিত। আজকে যদি ভালোরকম যাত্রী সেই সময় থাকতো, তাহলে কত বড় ধরনের দুর্ঘটনা হতে পারত। এগুলো রক্ষণাবেক্ষণ সঠিকভাবে না করলে আমাদেরকেই অসুবিধার মধ্যে পড়তে হবে।”

Kalyani Municipality : সন্ধ্যার পর ধোঁয়ার চাদরে ঢাকছে এলাকা, সমস্যায় এলাকাবাসী
শ্রীরামপুর রেলওয়ে স্টেশন বা শ্রীরামপুর সিটি রেলওয়ে স্টেশন হল হাওড়া-বর্ধমান মেইন লাইন এর একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন। প্রতিদিন কয়েক হাজার লোক এই স্টেশনের উপর নির্ভরশীল। বিভিন্ন প্ল্যাটফর্মে ওঠার জন্য বা পারাপার করার জন্য নিত্য দিনই ওই সাবওয়ে ব্যাবহার করতে হয় সকলকেই। সাবওয়ে বন্ধ রাখা হলে যে সাধারণ যাত্রীদের সমস্যায় পড়তে হবে সেটা মেনেও নিয়েছেন স্টেশনের রেল আধিকারিকরা। রেলের এক আধিকারিক জানান, আমরা বিষয়টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, যত দ্রুত সম্ভব মেরামত করার ব্যবস্থা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *